লিপিকার ‘ধনুক ভাঙা পণে’ জল ঢাললেন ফিরহাদ, খুশি এলাকাবাসীরা
এই বয়সেও রেহাই নেই! ৭৬-এর লালুকে নিয়োগ-দুর্নীতি মামলায় তলব ইডির
সুনীতাদের ফেরাতে বড় ভূমিকা মাস্কের, স্পেসএক্সের কর্ণধারকে ধন্যবাদ ২ মহাকাশচারীর
হার মানবে বন্দে ভারত, এভাবেই লুপের ভিতর দিয়ে হাইস্পিডে পৌঁছে যাবেন, ভিডিয়ো প্রকাশ রেলমন্ত্রীর
শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে বাঁচবে সময়, কমছে খরচ
ডানা ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার আগে গঙ্গাসাগরে পৌঁছালো NDRF
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে প্রবল বৃষ্টি ও দানা নামক ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে
তাই ডানা ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার আগে ২৩ শে অক্টোবর বুধবার কাকদ্বীপের লট নম্বর এইটের LCT ঘাট থেকে LCT -তে করে গঙ্গাসাগরে পৌঁছালো NDRF-এর ৩০ জনের প্রতিনিধি দল, মূলত গঙ্গাসাগরের জন্য NDRF -এর এই দলটি কাজ করবে,
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours