অগস্টের ৯ তারিখ। সেই কালো দিনটার কথা এখনও রন্ধ্রে-রন্ধ্রে বাংলার মানুষের মনে। যত দিন যাচ্ছে তিলোত্তমার বিচারের দাবিতে আরও বাড়ছে আন্দোলন। দ্রুত ও স্বচ্ছ বিচারের দাবিতে মহিলাদের সিবিআই দফতর অভিযান। করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে ইতিমধ্যেই শুরু হয়েছে জমায়েত।


এর আগে তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে রাত দখলে নেমেছিলেন মহিলারা। একদিন নয়, একাধিক দিন পথে নেমেছেন। […]

 করুণাময়ীতে বাড়ছে জমায়েত, শ'য়ে-শ'য়ে মহিলা এগোচ্ছেন CBI অফিসের দিকে
সিবিআই দফতর অভিযান


অগস্টের ৯ তারিখ। সেই কালো দিনটার কথা এখনও রন্ধ্রে-রন্ধ্রে বাংলার মানুষের মনে। যত দিন যাচ্ছে তিলোত্তমার বিচারের দাবিতে আরও বাড়ছে আন্দোলন। দ্রুত ও স্বচ্ছ বিচারের দাবিতে মহিলাদের সিবিআই দফতর অভিযান। করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে ইতিমধ্যেই শুরু হয়েছে জমায়েত।


এর আগে তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে রাত দখলে নেমেছিলেন মহিলারা। একদিন নয়, একাধিক দিন পথে নেমেছেন। রাত দখলের পাশাপাশি হয়েছে ভোর দখলও। আর এবার ফের প্রতিবাদে জমায়েত শুরু করেছেন তাঁরা। এ দিন, শ’য়ে-শ’য়ে মহিলাকে পথে নামতে দেখা গিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয়, মহিলাদের পাশাপাশি একাংশ বৃদ্ধাদেরও দেখা গেল এই জমায়েতে।

এ দিন, এই জমায়েতে বক্তব্য রাখতে দেখা যায় মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডক্টর বিপ্লব চন্দ্র। তাঁদের দাবি, কলকাতা পুলিশের করা তদন্তেই কার্যত সিলমোহর দিয়েছে সিবিআই। কলকাতা পুলিশ যেভাবে অভিযুক্তকেই এই ঘটনার একমাত্র অভিযুক্ত হিসাবে চিহ্নিত করছে, সেই একই বিষয় সিবিআইও প্রথম চার্জশিটে জমা করেছে। তবে তা মানতে নারাজ তারা। তদন্ত কোথাও বিপথে যাচ্ছে, সঙ্গে স্লথ গতিতে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। সেই কারণেই এদিনের অভিযান মহিলাদের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours