একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
হরমনপ্রীত কৌরের চোট থাকায় এই ম্যাচে খেলেননি। নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা। টস জিতে ব্যাটিং নেন স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ব্যাটার তেজল হাসনবিস ও পেসার সাইমা ঠাকোরের। পুরনোদের সঙ্গে চমক দিলেন এই দুই নতুন মুখ।
পুরনোদের সঙ্গে নতুন চমক, অনবদ্য বোলিং-ফিল্ডিংয়ে বড় জয়
সদ্য টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। তাদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় দিয়ে শুরু করল ভারত। হরমনপ্রীত কৌরের চোট থাকায় এই ম্যাচে খেলেননি। নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা। টস জিতে ব্যাটিং নেন স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ব্যাটার তেজল হাসনবিস ও পেসার সাইমা ঠাকোরের। পুরনোদের সঙ্গে চমক দিলেন এই দুই নতুন মুখ। সঙ্গে ভারতের দুর্দান্ত ফিল্ডিং। প্রথম ওয়ান ডে-তে ৫৯ রানের জয়, সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
ব্যাটিংয়ে অবশ্য হতাশ করেছে ভারতীয় দল। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপেই বিদায় নিয়েছে ভারত। ফলে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। সেই হতাশা থেকে বেরোতে পারলেন না ব্যাটাররা। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ ভারত। ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা রান পাননি। শেফালি, জেমাইমা, যস্তিকারা ৩০-এর কোটা পেরোলেও বড় ইনিংস খেলতে পারেননি। বরং ব্যাট হাতে নজর কাড়লেন নতুন মুখ তেজল হাসনবিস। ৪২ রান করেন তিনি। এ ছাড়াও অলরাউন্ডার দীপ্তি শর্মা করেন ৪১ রান। ৪৪.৩ ওভারে তাঁর উইকেটেই ভারতের ইনিংস শেষ হয় ২২৭ রানে।
Post A Comment:
0 comments so far,add yours