বাংলা-ওড়িশা জুড়ে সকাল থেকেই চরম ভারী বর্ষণ, সঙ্গে ১২০ কিমি/ঘণ্টা বেগে ঝড়, ঘূর্ণাবর্তের লাল সতর্কতা জারি। মৌসম ভবনের খবর অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা থেকে কাল ভোর সাড়ে পাঁচটার মধ্যে দানার তীব্র ল্যান্ডফল হবে ওড়িশার ভিতরকণিকা অভয়ারণ্যে!


দানার ল্যান্ডফল ভিতরকণিকায়! ভারতের 'মিনি অ্যামাজনের' গভীরে আজও লুকিয়ে সে...


বাংলা-ওড়িশা জুড়ে সকাল থেকেই চরম ভারী বর্ষণ, সঙ্গে ১২০ কিমি/ঘণ্টা বেগে ঝড়, ঘূর্ণাবর্তের লাল সতর্কতা জারি। মৌসম ভবনের খবর অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা থেকে কাল ভোর সাড়ে পাঁচটার মধ্যে দানার তীব্র ল্যান্ডফল হবে ওড়িশার ভিতরকণিকা অভয়ারণ্যে! এই ভিতরকণিকা অভয়ারণ্য দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। রহস্যে ঘেরা, গাছগাছালিতে ভরা এই অরণ্যের গহনে লুকিয়ে কত শত নাম না জানা পাখি-প্রাণী। তবে যে প্রাণী রীতিমতো ঘুম উড়িয়ে দিতে পারে আপনার তারও কিন্তু দেখা মেলে এই ভিতরকণিকাতেই। কে সে? কেন সে তকমা নিয়েছে ভয়ঙ্করের?

কলকাতা থেকে ভদ্রক ট্রেনে সেখান থেকে গাড়িতে ভিতরকণিকা। সরকারি গেস্ট হাউজ থেকে শুরু করে ইকো ট্যুরিজম পার্ক– সব কিছুই মেলে সেখানে। এর আর এক নাম ‘মিনি অ্যামাজন’। অ্যামাজনের গহনে ভিজে গাছের আবডালে লুকিয়ে থাকে সর্বনাশা অ্যানাকোন্ডা। আর এই জঙ্গলে ওঁত পেতে রয়েছে বিশ্বের বৃহত্তম সাদা কুমির। এখানে নোনা জলের কুমিরদের সংখ্যাও নেহাত কম নয়। এবং প্রতি বছর এই শীতের মরসুমেই এই কুমিরের প্রজনন প্রক্রিয়া চলে এবং জন্ম নেয় আরও হাজার হাজার কুমির। ভারতের ৭০ শতাংশ নোনা জলের কুমির এই জাতীয় উদ্যানেই পাওয়া যায়। পশ্চিমবঙ্গের সুন্দরবনের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হিসাবে পরিচিত ভিতরকণিকা। ওড়িশার চাঁদিপুর ও পারাদ্বীপের মধ্যবর্তী স্থানে তার অবস্থান। বৈতরণী ও ব্রাহ্মণী নদীর মাঝে বদ্বীপ দিয়ে গঠিত এই ম্যানগ্রোভ অরণ্যের ব্যাপ্তি প্রায় ৬৫০ বর্গ কিলোমিটার।

এ ছাড়াও নানা ধরনের পাখি, ভারতীয় পাইথন, হরিণ, — রয়েছে সবই। নানা খনিজেরও সন্ধানস্থল এই জায়গাটি। রয়েছে বিপন্ন প্রজাতির অলিভ রিডল কচ্ছপ। দানার তাণ্ডবে ওরা ভাল থাকবে তো? চিন্তায় যেন ঘুম উড়েছে তামামা পশুপ্রেমীদের।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours