বেঙ্গালুরু টেস্টে ভারতের প্রথম ইনিংসে শূন্যে ফেরেন লোকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ১২ রান। তার পর থেকে প্রবল সমালোচিত হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তো তাঁকে পুনে টেস্টের একাদশে না নেওয়ার কথাও উঠেছে। এই অবস্থায় দাঁড়িয়ে গৌতম গম্ভীর জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে সকলকেই তো পারফরম্যান্সের নিরিখে বিচার করা হয়।
কেএল রাহুলে আস্থা হারিয়েছে ভারত? পুনে টেস্টের আগে গুরু গম্ভীর বললেন, 'সকলকেই তো...'
কেএল রাহুলে আস্থা হারিয়েছে ভারত? পুনে টেস্টের আগে গুরু গম্ভীর বললেন, 'সকলকেই তো...'
কেএল রাহুলকে (KL Rahul) যেন পুনে টেস্টে ভারতের একাদশে না দেখা যায়। এমন দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন একাধিক ক্রিকেট প্রেমী। এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে কী ভাবছে? পুনে টেস্টের আগে প্রেস কনফারেন্সে এসে সবটা পরিষ্কার করেছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আসলে বেঙ্গালুরু টেস্টে ভারতের প্রথম ইনিংসে শূন্যে ফেরেন লোকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ১২ রান। তার পর থেকে প্রবল সমালোচিত হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তো তাঁকে পুনে টেস্টের একাদশে না নেওয়ার কথাও উঠেছে। এই অবস্থায় দাঁড়িয়ে গৌতম গম্ভীর জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে সকলকেই তো পারফরম্যান্সের নিরিখে বিচার করা হয়। রাহুলের ফর্ম নিয়ে তিনি কি চিন্তিত। গৌতম যা বলেছেন, জেনে নিন বিস্তারিত।
সোশ্যাল মিডিয়ায় রাহুলকে নিয়ে যে চর্চা হচ্ছে, সেই প্রসঙ্গ উঠতে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বলেন, ‘প্রথমত সোশ্যাল মিডিয়া একটুও গুরুত্বপূর্ণ নয়। সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে বা বিশেষজ্ঞরা কী বলছে, তা দিয়ে এক প্লেয়ারকে দলে নেওয়া হবে কিনা ঠিক করা হয় না। টিম ম্যানেজমেন্ট কী ভাবে, লিডারশিপ গ্রুপ কী ভাবছে, সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক না কেন, আন্তর্জাতিক ক্রিকেটে সকলকেই জাজ করা হয়। প্রত্যেককে পারফরম্যান্সের নিরিখে বিচার করা হয়।’
রাহুলকে নিয়ে গম্ভীর চিন্তিত নন। তা তাঁর কথাতেই পরিষ্কার। গৌতম আরও বলেন, ‘আমার মনে হয় রাহুল ভালো ব্যাটিং করছে। কানপুরে একটা দারুণ ইনিংস উপহার দিয়েছিল। যেখানে উইকেট কঠিন ছিল। কিন্তু তারপরও ও পরিকল্পনা অনুযায়ী খেলেছিল। আমি নিশ্চিত ও বড় রান করার চেষ্টা করছে। ওর মধ্যে বড় ইনিংস খেলার, বেশি রান করার ক্ষমতা রয়েছে। সেই কারণেই ওকে টিম ম্যানেজমেন্ট সমর্থন করছে।’
Post A Comment:
0 comments so far,add yours