কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
গাম্বিয়ার বিরুদ্ধে জিম্বাবোয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজার ব্যাটে এসেছে ১৩৩ রানের অপরাজিত ইনিংস। ৩১ অক্টোবর আইপিএলের রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ তারিখ। এই গুরুত্বপূর্ণ সময়ে টি-২০ ক্রিকেটে রাজার এই ইনিংস পঞ্জাব কিংসকে তাঁকে নিয়েও ভাবতে বাধ্য করে দিল।
১৩৩ নট আউটে রাজার 'রাজকীয়' ইনিংস, টি-২০-তে বিশ্বরেকর্ড জিম্বাবোয়ের
১৩৩ নট আউটে রাজার 'রাজকীয়' ইনিংস, টি-২০-তে বিশ্বরেকর্ড জিম্বাবোয়ের
জিম্বাবোয়ে ক্রিকেটকে অন্য জায়গায় পৌঁছে দিয়েছেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা (Sikandar Raza)। এ বার কেনিয়ায় বিশ্বরেকর্ড গড়েছে রাজার জিম্বাবোয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবোয়ে এখন সবচেয়ে বেশি রান তোলা দল। গাম্বিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টি-২০ কোয়ালিফায়ারে ৪ উইকেটে ৩৪৪ রান তুলেছে জিম্বাবোয়ে (Zimbabwe)। সেখানে ক্যাপ্টেন রাজার ব্যাটে এসেছে ১৩৩ রানের অপরাজিত ইনিংস। আইপিএলের রিটেনশন লিস্ট জমা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সময়ে টি-২০ ক্রিকেটে রাজার এই ইনিংস পঞ্জাব কিংসকে তাঁকে নিয়েও ভাবতে বাধ্য করে দিল।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এতদিন সর্বাধিক দলগত রান ছিল নেপালের নামে। মঙ্গোলিয়ার বিরুদ্ধে তিন উইকেটে নেপাল ৩১৪ রান তুলেছিল। হানঝাউ এশিয়ান গেমসে এই কীর্তি গড়েছিল নেপাল। এ বার গাম্বিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টি-২০ কোয়ালিফায়ারে সেই রেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজারা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজা। জিম্বাবোয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট (৫০) ও মারুমনি (৬২) হাফসেঞ্চুরি করেন। চারে নেমে ক্যাপ্টেন রাজা ৪৩ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন। ৩০৯.৩০ স্ট্রাইকরেটে ১৫টি ছয়, ৭টি চার মেরেছেন বিধ্বংসী রাজা। গাম্বিয়ার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন রাজার পাশাপাশি ১৭ বলে ৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ক্লাইভ মাডান্ডে। ৩৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে এই ম্যাচে ৫৪ রানে অল আউট গাম্বিয়া। যার ফলে ২৯০ রানের বিরাট ব্যবধানে জয় রাজাদের।
Post A Comment:
0 comments so far,add yours