জানা গিয়েছে, গত ১১ তারিখ সকালে এফবি বাসন্তী এবং এফবি জয় জগন্নাথ নামক দুটি ট্রলার ৩১ জন মৎস্যজীবীকে নিয়ে নামখানা ঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, গত ১৪ তারিখ ইলিশ ধরতে ধরতে আচমকা গভীর সমুদ্রে ভারতীয় জল সীমানা পার করে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়ে ট্রলার দু'টি

ইলিশের 'লোভে' বাংলাদেশ ঢুকতেই আটক ৩১ ভারতীয় মৎস্যজীবী
আটক ৩১ মৎস্যজীবী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি নৌ-সেনার হাতে আটক এ রাজ্যের কাকদ্বীপের দু’টি মৎস্যজীবীর ট্রলার। এই দু’টি ট্রলারে একত্রিশ জন মৎস্যজীবী রয়েছেন। এরা প্রত্যেকেই কাকদ্বীপের বাসিন্দা।


জানা গিয়েছে, গত ১১ তারিখ সকালে এফবি বাসন্তী এবং এফবি জয় জগন্নাথ নামক দুটি ট্রলার ৩১ জন মৎস্যজীবীকে নিয়ে নামখানা ঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, গত ১৪ তারিখ ইলিশ ধরতে ধরতে আচমকা গভীর সমুদ্রে ভারতীয় জল সীমানা পার করে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়ে ট্রলার দু’টি। এই সময় বাংলাদেশের জল সীমানায় গভীর সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ, তবে ট্রলার দু’টি ভারতীয় উপকূল রক্ষীর নজর এড়িয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানা পার করে বাংলাদেশে ঢুকে পড়েছিল বলে জানিয়েছেন কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের কর্তারা।

এরপর বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ গভীর সমুদ্রে ধাওয়া করে ভারতীয় ট্রলার দুটিকে আটক করে বলে জানা গিয়েছে। সেখানে থাকা সকল মৎস্যজীবীদের বাংলাদেশের পটুয়াখালী মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ওই সকল মৎস্যজীবীদের কলাপাড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সন্ধে নাগাদ ঘটনার খবর পৌঁছনোর পর থেকে উদ্বিগ্ন মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours