দু'দিন ধরেই ওই এলাকায় চলছে ঝড় -বৃষ্টি। আর বৃহস্পতিবার রাতে হঠাৎ সব চুপচাপ। থমথমে আর গুমোট অবস্থা উপকূল এলাকায়। সমুদ্রে মাঝারি ঢেউ। উল্টোদিকে বইছে বাতাস।


 হঠাৎ উল্টোদিকে বইছে বাতাস, উড়ছে কিছু সাদা সাদা পাখি, সৈকতে এ কীসের পূর্বাভাস
উল্টোদিকে উড়ছে বালি

 প্রবল ঝড় ওঠার আগে সব থমথমে হয়ে যায়। এ কথা সবারই জানা। বৃহস্পতিবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠিক সেভাবেই বদলে গেল পারাদ্বীপের ছবিটা। রাত ৯টার আপডেট বলছে, পারাদ্বীপ থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছেন সাইক্লোন ‘দানা’। তার আগে একেবারে থমথমে হয়ে গেল সমুদ্র সৈকত। হঠাৎ থেমে গেল সব। গুমোট অবস্থা সৈকত জুড়ে।

দু’দিন ধরেই ওই এলাকায় চলছে ঝড় -বৃষ্টি। আর বৃহস্পতিবার রাতে হঠাৎ সব চুপচাপ। থমথমে আর গুমোট অবস্থা উপকূল এলাকায়। সমুদ্রে মাঝারি ঢেউ। উল্টোদিকে বইছে বাতাস। ধুলো-বালি, পড়ে থাকা হালকা জিনিস, সবই টেনে নিচ্ছে সমুদ্র। সমুদ্রের ওপর তৈরি হচ্ছে ঘূর্ণি আর সেই ঘূর্ণি টেনে নিচ্ছে সমস্ত কিছু। এভাবেই শক্তি সঞ্চয় করছে দানা!
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours