জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময়-এর গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরেও একই গতিতে অর্থাৎ ১০০ থেকে ১২০কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝড়।
দিঘা, মন্দারমণিতে সমুদ্রে ঢেউ উঠবে ৬ ফুটেরও ওপরে, সঙ্গে প্রবল ভারী বৃষ্টি
উত্তাল হচ্ছে দিঘার সমুদ্র
কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সাইক্লোনের অপেক্ষায় আতঙ্কের প্রহর গুনছেন বাংলা ও ওড়িশার বাসিন্দারা। প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও ক্ষয়ক্ষতির আশঙ্কা কাটিয়ে উঠতে পারছেন না বাসিন্দারা। বিশেষত যে সব উপকূলের বাসিন্দারা বারবার ঝড়ের ধাক্কায় বিপর্যস্ত হয়েছেন, তাঁদের জন্য আতঙ্ক আরও বেশি। বুধবার রাতেই তীব্র ঘূর্ণিঝড় বা ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে’ পরিণত হয়েছে দানা। জানা যাচ্ছে, ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুরে প্রভাব পড়তে পারে।
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এই সাইক্লোন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার আপডেট অনুযায়ী, দূরত্ব ক্রমশ কমছে সাইক্লোনের সঙ্গে স্থলভাগের। সকাল সাড়ে ১০টায় পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান ছিল দানা-র। ধামরা থেকে দূরত্ব ছিল ২৯০ কিলোমিটার ও সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দূরে ছিল সেই ঝড়।
জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময়-এর গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরেও একই গতিতে অর্থাৎ ১০০ থেকে ১২০কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝড়। অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours