প্রসঙ্গত, হাসপাতালের নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে ১৪ দিন ধরে অনশন চলছে। কলকাতার ক্ষেত্রে চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়, চিকিৎসক স্নিগ্ধা হাজরা, চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজরা, তাঁরা ১৪ দিন ধরে অনশনে রয়েছেন।

সোমবার পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ডেডলাইন দিলেন জুনিয়র চিকিৎসকরা, মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে বড় বিপদের আশঙ্কা
মুখ্যমন্ত্রীকে ডেডলাইন!

আমরণ অনশনের ১৪ দিন। এবার দশ দফা দাবি পূরণে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন অনশনকারী তথা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবারের মধ্যে দাবিপূরণ না হলে মঙ্গলবার সরকারি-বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। কলকাতা মেডিক্যাল কলেজে সিনিয়র-জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার্স ডক্টরস ফ্রন্ট-সহ সমস্ত সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে, সোমবার পর্যন্ত সময়সীমা দিচ্ছি। এর মধ্যে মুখ্যমন্ত্রীকে আমাদের সব কটি দাবি মানার জন্য আলোচনায় বসতে হবে। সব কটা দাবি মেনে নিতে হবে। আশা রাখছি, মঙ্গলবারের পর যে কর্মসূচির কথা আমরা বলছি, সে দিকে এগোতে হবে না। দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার আমরা সমস্ত জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের সংগঠন, সরকারি-বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে সর্বিকভাবে ধর্মঘট ডাকব।”

প্রসঙ্গত, হাসপাতালের নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে ১৪ দিন ধরে অনশন চলছে। কলকাতার ক্ষেত্রে চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়, চিকিৎসক স্নিগ্ধা হাজরা, চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজরা, তাঁরা ১৪ দিন ধরে অনশনে রয়েছেন। এবার আর রাজ্য প্রশাসন নয়, সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours