কুণাল বার্তা দেন, "আরও ভালোভাবে বাংলার স্বাস্থ্য পরিকাঠামো এগোবে। সরকারি জায়গায় যদি কোথাও কোনও ত্রুটি বিচ্যুতি সংশোধনের দরকার হয়, সেটা দেখা হবে। তেমনি জুনিয়র ডাক্তাররা, প্রাইভেট সেক্টরে সাধারণ মানুষের ওপর চাপটা কমে, সেটাও আপনারা খেয়াল রাখবেন, আমরা আশা রাখব।"



 'ভাল সিদ্ধান্ত...', জুনিয়র চিকিৎসকদের প্রতি 'ইতিবাচক বার্তা' কুণালের
কুণাল ঘোষ


কলকাতা: নবান্ন সভাঘরের বৈঠকে প্রশাসনের শরীরী ভাষা পজিটিভ লাগেনি। তারপরও তিলোত্তমার বাবা-মায়ের অনুরোধে অনশন তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনশন ভাঙার পর কুণাল ঘোষ ভিডিয়ো বার্তা দিয়ে বলেন, ” জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহার, স্বাস্থ্য ধর্মঘট থেকে সরে আসা ভাল সিদ্ধান্ত।”


কুণাল আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকের মতো, সংবেদনশীল সরকারের প্রধানের ভূমিকায় ছিলেন। তিনি অতীতেও গিয়েছেন ধরনা মঞ্চে, বাড়িতে ডেকেছেন, নবান্নে ডেকেছেন, মুখ্যসচিবকে পাঠিয়েছেন। বাংলার স্বাস্থ্যব্যবস্থা সেরা স্বাস্থ্যব্যবস্থা। বামেদের থেকে অনেক এগিয়ে। বিজেপি রাজ্যগুলোর থেকে অনেক এগিয়ে। কোথাও কোনও কাজ বাকি থাকলে, কিংবা ঠিক করতে হলে, বা কোনও বিচ্ছিন্ন খারাপ ঘটনা রুখতে গেলে যা যা করার দরকার, তিনি করেছেন। বাম অতি বামেদের প্ররোচনায় পা দিয়ে কৃতী ছাত্রছাত্রীদের নিজেদের শরীরে চাপ দাওয়াটা ঠিক হচ্ছে না।” তিনি বার্তা দেন, “আরও ভালোভাবে বাংলার স্বাস্থ্য পরিকাঠামো এগোবে। সরকারি জায়গায় যদি কোথাও কোনও ত্রুটি বিচ্যুতি সংশোধনের দরকার হয়, সেটা দেখা হবে। তেমনি জুনিয়র ডাক্তাররা, প্রাইভেট সেক্টরে সাধারণ মানুষের ওপর চাপটা কমে, সেটাও আপনারা খেয়াল রাখবেন, আমরা আশা রাখব।”

এর আগে একাধিকবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। বাম-অতি বামেদের উস্কানির অভিযোগ তুলেছেন তিনি। যদিও জুনিয়র চিকিৎসকরা আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা কুণাল ঘোষের কোনও মন্তব্যেরও কোনও প্রতিক্রিয়া দিতে চান না।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours