জানেন ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায় রেলের টিকিটে, কারা পাবেন এই ডিসকাউন্ট
জনপ্রিয় এই ক্রিকেটারকে মন দিয়েছিলেন লতা, বিয়ে করতে গিয়েই পড়লেন বাধার মুখে, তারপর যা ঘটল তা ইতিহাস
প্রয়াত হরনাথ চক্রবর্তী! হইহই পড়ে গেল টলিপাড়ায়, খবর রটতেই কী বললেন পরিচালক?
দীপিকার থেকে চেয়েও ‘সেটা’ পাচ্ছিলেন না রণবীর, রাখঢাক না করে সবটা বলেই দিলেন নীতু কাপুর
IPL-এর উদ্বোধনী মঞ্চে নজর কাড়ল শাহরুখের একটা নেকলেসই! দাম কত, কেন এই হার পরেন কিং খান?
প্রাকৃতিক দুর্যোগ দানা'র হাত থেকে এলাকার মানুষকে সচেতন করতে তৎপর সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে ঘূর্ণাবর্ত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে বুধবার সন্ধ্যে থেকেই আঁচড়ে পড়বে এই দানা। তাই এলাকার মানুষজনকে সুরক্ষা জায়গায় থাকার জন্য এবং যারা কাঁচা মাটির বাড়িতে রয়েছে তাদের ফ্লাড সেন্টার কিংবা পাকার বাড়িতে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। নিরাপদ আশ্রয়স্থানে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় জল এমনকি ইলেক্ট্রিকের জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার ফেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে।
এর পাশাপাশি ফ্রেজারগঞ্জ এর অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি। বকখালি পর্যটন কেন্দ্রের পাশাপাশি থাকা ছোট বড় দোকান থেকে শুরু করে যেসব পর্যটকরা আসছেন বা এসেছেন সমুদ্র সৈকতে, তাদের সঙ্গেও কথা বলে সমুদ্র সৈকতের আশেপাশে না যেন থাকে তার জন্য জনসাধারণকে সতর্ক করছে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। চলছে লাগাতার মাইকিং প্রচার।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours