পূর্ব মেদিনীপুর জেলার সৈকত উপকূলে বইছে ঝড়ো হাওয়া। সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টিও। বৃহস্পতিবার রাত আড়াইটায় অর্থাৎ ল্যান্ডফল শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর সমুদ্র ফুলে ফেঁপে ওঠে। দেখা যায় প্রবল জলোচ্ছ্বাস।

ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে দিঘার আবহাওয়া, মধ্যরাতে দেখা গেল জলোচ্ছ্বাসও

 যেহেতু পড়শি রাজ্য ওড়িশায় আঘাত হেনেছে সাইক্লোন দানা। শুরু থেকেই তাই আশঙ্কা করা হয়েছিল সবথেকে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। বিশেষত উপকূলবর্তী অঞ্চল দিঘা, মন্দারমণি, জুনপুটের জায়গাগুলিতে ঝড়ের দাপট চলবে, এমনটাই আশঙ্কা করা হয়েছিল। শেষ পর্যন্ত সেই প্রবল দাপট না চললেও আবহাওয়া যে বদলাচ্ছে, তা স্পষ্ট। মধ্যরাতে জলোচ্ছ্বাসও বেড়ে যায় দিঘায়। শুক্রবার সকালে সমুদ্র সৈকতে পর্যটকদের যেতে দিচ্ছে না প্রশাসন।


বলা যায় ‘দানা’র ঝাপট থেকে কোনও ক্রমে বেঁচেছে পূর্ব মেদিনীপুর। পড়শি রাজ্য ওড়িশার ভিতরকণিকা, বালেস্বর, ভদ্রক সহ সামগ্রিক এলাকা জুড়ে চলেছে ল্যান্ডফল। তার জেরে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত উপকূলে বইছে ঝড়ো হাওয়া। সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টিও। বৃহস্পতিবার রাত আড়াইটায় অর্থাৎ ল্যান্ডফল শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর সমুদ্র ফুলে ফেঁপে ওঠে। দেখা যায় প্রবল জলোচ্ছ্বাস।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours