বেঙ্গালুরুতে দাপটের সঙ্গে রোহিত ব্রিগেডকে হারিয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষেও অ্যাডভান্টেজে কিউয়িরা।


ভারতীয় টিমের হলটা কী? কিউয়িদের বিরুদ্ধে ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার (Team India) দ্বিতীয় টেস্টের মাঝে এ নিয়েই আলোচনা চলছে ক্রিকেট মহলে। বেঙ্গালুরুতে দাপটের সঙ্গে রোহিত ব্রিগেডকে হারিয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষেও অ্যাডভান্টেজে কিউয়িরা। পুনেতে দ্বিতীয় দিন ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান স্কোরবোর্ডে তুলেছেন টম ল্যাথামরা। যে সময় নিউজিল্যান্ডের দলগত রান ১৫৯ ছিল, তখন টম ল্যাথামকে আউট করার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ক্যাচ ফসকান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যা দেখে সতীর্থদের উপর রেগে কাঁই হয়ে যান বিরাট কোহলি (Virat Kohli)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিত শর্মার ক্যাচ ফসকানোর ভিডিয়ো। ক্যাচটি অবশ্য কঠিন ছিল। সেখানে দেখা যায় রবীন্দ্র জাডেজা ৩৭তম ওভারে বোলিং করছিলেন। আর নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তখন ৬৮ রানে ছিলেন। স্লিপে ফিল্ডিংয়ে দাঁড়িয়েছিলেন রোহিত। ডান দিকে ডাইভ দেন। কিন্তু বল ধরতে পারেননি। আর তা থেকে আসে ৪ রান। ঠিক সেই সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে বিরাট কোহলির অভিব্যক্তি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours