প্রাক্তন প্রেমিকাদের নিয়ে মুখ খুলেছিলেন তিনি। শুধু তাই নয়, প্রেমিকারা নাকি তাঁর জীবন ধব্বংস করে দিয়েছেন, এরকম চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তিনি। আর কী বলেছিলেন সেদিন ভাইজান?
'প্রেম জীবন নিয়ে নেয়', ইঙ্গিতে কি ঐশ্বর্যকে ঠুকলেন সলমন?
সলমন খান, এখনও অবিবাহিত। বিয়ের পিঁড়িতে তিনি যে বসবেন না, তা এখন অনেকেই অনুমান করতে শুরু করেছেন। তবে প্রেমের থেকেও মুখ ফিরিয়েছেন তিনি! এক সাক্ষাৎকারে প্রেমিকাদের নিয়ে তাঁর মন্তব্য শুনে প্রায় সকলেই চমকে গিয়েছিলেন। ‘কিসি কা ভাই কিসি কা জান’ মুক্তি পাওয়ার আগে ‘দ্য কপিল শর্মা শোয়ে ছবির প্রচারে হাজির হয়েছিলেন সলমন খান। যেখানে প্রাক্তন প্রেমিকাদের নিয়ে মুখ খুলেছিলেন তিনি। শুধু তাই নয়, প্রেমিকারা নাকি তাঁর জীবন ধব্বংস করে দিয়েছেন, এরকম চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তিনি। আর কী বলেছিলেন সেদিন ভাইজান?
সলমনের কাছে কপিল সেদিন প্রশ্ন করেছিলেন, “ভাইতো আপনাকে সবাই বলে। কিন্তু জান বলার অধিকার কাকে দিয়েছেন?” উত্তরে ভাইজান বলেছিলেন, ”কাউকে জান বলার অধিকার দেব না। জান থেকে শুরু হয় তারপর জান নিয়ে নেয়।” এখানেই শেষ নয়, আরও যোগ করেন, “প্রথমে বলবে আমি তোমার সঙ্গে খুব ভাল আছি। আমি এতটাই সুন্দর যে আমার জন্য সময় বের করাই যায়। তারপর আসবে আই লাভ ইউ। আর তারপরই জীবন শেষ।” মজা করে শেষে এও বলেন, ”আসলে পুরো ব্যাপারটা ঠিক একরম, পরই থাকে জান নিয়ে নেবো। তারপর আবার একজনের জান নেবে।”
৫৭ বছর বয়সে এখনও নিজেকে সিঙ্গল বলে দাবি করেন ভাইজান। অতীতে সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ, ঐশ্বর্য রাই বচ্চনসহ একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। বিগত কিছুদিন ধরেই তাঁর ছবির নায়িকা পূজা হেগড়ের সঙ্গেও নাম জুড়েছে। তবে পূজা অবশ্য জানিয়েছিলেন, সবটাই রটনা। এরই মাঝে প্রাক্তন প্রেমিকাদের খোঁচা দিলেন বজরঙ্গি ভাইজান? যা নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায়।
Post A Comment:
0 comments so far,add yours