স্থানীয় সাংগঠনিক মুখকেই প্রার্থী করার ভাবনা রয়েছে তৃণমূলের। আগামী রবিবারের মধ্যেই এই প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। আসনগুলি হল তালডাংড়া, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাট।

 হাড়োয়ায় এবার দাঁড়াচ্ছেন হাজি নুরুলের ছেলে? দেখুন উপনির্বাচনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা
প্রতীকী ছবি


কলকাতা: ছয় কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে চলতি সপ্তাহেই। তৃণমূল সূত্রে খবর, এখন চূড়ান্ত বাছাইয়ের কাজ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন চূড়ান্ত সিদ্ধান্ত। নৈহাটি কেন্দ্রে সনৎ দে’র নাম নিয়ে আলোচনা চলছে। সনৎ দে হলেন নৈহাটির টাউন তৃণমূলের ব্লক সভাপতি ও চেয়ারম্যান ইন কাউন্সিল। তবে সূত্রের দাবি, এই কেন্দ্রে কিছু চমকও দেখা যেতে পারে। সিতাই কেন্দ্রে আলোচনায় রয়েছেন সংহিতা বসুনিয়া। হাড়োয়া কেন্দ্রে বেশ কিছু নাম নিয়ে আলোচনা চলছে। এরমধ্যে প্রয়াত সাংসদ হাজি নুরুলের পুত্রর নামও রয়েছে বিবেচনায় ।


স্থানীয় সাংগঠনিক মুখকেই প্রার্থী করার ভাবনা রয়েছে তৃণমূলের। আগামী রবিবারের মধ্যেই এই প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। আসনগুলি হল তালডাংড়া, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাট।

এই ৬টি আসনের বিধায়করা চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদে ইস্তফা দেন। তার জেরেই এই আসনগুলিতে উপনির্বাচন হচ্ছে। এই আসনগুলির মধ্যে ৫ টি ছিল তৃণমূলের দখলে। মাদারিহাট ছিল বিজেপির। পশ্চিমবঙ্গের এই ৬টি আসন ছাড়াও দেশের আরও ১৪টি রাজ্যে ৪২টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours