তবে তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন তিনি এমনটা করলেন তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন। এদিন দুপুরে এলাকার একটি পরিত্যক্ত মুদি দোকান ঘরে ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

বাজার করতে গিয়ে আর ফেরেনি শ্বশুর, ফোন করতেই থ বউমা
ব্যাপক শোরগোল এলাকায়

বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল বালুরঘাটে। পরিত্যক্ত দোকান ঘর থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ। শুক্রবার বিকাল দেহটি উদ্ধার হয় বালুরঘাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বঙ্গী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মৃতের নাম শঙ্কর দাস (৬১)। এলাকায় তিনি পরান বলেই পরিচিত। বাড়ি ২০ নম্বর ওয়ার্ডের বাদুরতলায়। পেশায় সবজি ব্যবসায়ী। 

তবে তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন তিনি এমনটা করলেন তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন। এদিন দুপুরে এলাকার একটি পরিত্যক্ত মুদি দোকান ঘর থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে এলাকার লোকজন। তদন্তে বালুরঘাট থানার পুলিশ।


জানা গিয়েছে, এদিন ভোরেই বাড়ি থেকে তিনি বাজারে যান দোকান করতে। অন্যদিনও বাজারে গেলে সকাল ৯টা থেকে ১০ টার মধ্যে চলে আসেন বাড়ি। কিন্তু, এদিন রুটিনে ছেদ পড়ে। ১১টা পার হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি বলে জানাচ্ছেন পরিবারের লোকজন। দেরি হওয়ায় বউমা ফোন করেন শ্বশুরমশাইকে। কিন্তু ফোন সুইচ অফ ছিল। পরে ওনার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি পরিত্যক্ত দোকানে। শোকের ছায়া পরিবারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours