সিপিএমের সাধারণ সম্পাদক ছিলেন সীতারাম ইয়েচুরি, আর বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন বাম শাসনকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আদর্শ ও ভাবধারায় সিপিএম তথা বামপন্থী দলের সঙ্গে কোনও মিলই নেই দক্ষিণপন্থী সংগঠন আরএসএস-এর।




মথুরা: একটি দল ‘বাম’, অপর সংগঠনকে ‘দক্ষিণ’ বা ডানপন্থী বলে পরিচিত। বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানাতে বিভেদ রইল না সেই ডান-বামের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের সভায় শ্রদ্ধাজ্ঞাপন করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও প্রয়াত বাম নেতা সীতারাম ইয়েচুরিকে। শুক্রবার ও শনিবার দু’দিনের বিশেষ বার্ষিক বৈঠকের আয়োজন করেছে আরএসএস। উত্তর প্রদেশের মথুরায় সেই সভার আয়োজন করা হয়েছে। সেই সভার শুরুতেই শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে দুই প্রয়াত বাম নেতাকে।

আজ, শুক্রবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে এই বৈঠকের সূচনা হয়। সাম্প্রতিককালে প্রয়াত হয়েছেন এমন বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা জানানো হয় এদিন। সেই তালিকায় ছিল শিল্পপতি রতন টাটা, রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর নাম। সেই সময়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সদ্য প্রয়াত বাম নেতা সীতারাম ইয়েচুরিকেও শ্রদ্ধা জানানো হয়।

সিপিএমের সাধারণ সম্পাদক ছিলেন সীতারাম ইয়েচুরি, আর বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন বাম শাসনকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আদর্শ ও ভাবধারায় সিপিএম তথা বামপন্থী দলের সঙ্গে কোনও মিলই নেই দক্ষিণপন্থী সংগঠন আরএসএস-এর। তারপরও দুই প্রয়াত বাম নেতাকে আরএসএস-এর বার্ষিক সভায় শ্রদ্ধা জানানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours