লাল-হলুদে এ বার কার্লেস কুয়াদ্রাত অধ্যায়ে ইতি টেনে নতুন কোচ অস্কার ব্রুজোর হাত ধরার পালা। সদ্য শহরে পা রেখেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজো। ডার্বির আগের সাংবাদিক সম্মেলনে অবশ্য তিনি আসেননি। সেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী কোচ বিনো জর্জ।

ব্রুজোর মাথাতেও ঘুরছে ডার্বি, 'ইস্টবেঙ্গল কি আন্ডারডগ?' হাসতে হাসতে বিনোর উত্তর...

 ব্রুজোর মাথাতেও ঘুরছে ডার্বি, 'ইস্টবেঙ্গল কি আন্ডারডগ?' হাসতে হাসতে বিনোর উত্তর...

আইএসএলে কলকাতা ডার্বির পারদ চড়ছে। ইস্ট-মোহন সমর্থকরা তেতে রয়েছেন। এর আগে শহরে ডুরান্ড ডার্বি বাতিল হয়েছিল। ফলে কলকাতায় হতে চলা শনিবারের ডার্বিতে থাকবে বিশেষ নজর। আইএসএলের (ISL) পয়েন্ট টেবলে নজর রাখলে দেখা যাবে চারে মোহনবাগান (Mohun Bagan)। আর টেবলের সবচেয়ে নীচে, ১৩ নম্বরে ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদে এ বার কার্লেস কুয়াদ্রাত অধ্যায়ে ইতি টেনে নতুন কোচ অস্কার ব্রুজোর হাত ধরার পালা। সদ্য শহরে পা রেখেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজো। ডার্বির আগের সাংবাদিক সম্মেলনে অবশ্য তিনি আসেননি। অবশ্য ডাগআউটে থাকছেন বিদেশি কোচ। ভারতে এর আগে কোচিং করিয়ে যাওয়া অস্কারের কাছে ডার্বি নতুন নয়। তবে চ্যালেঞ্জ নতুন। শুক্রবার প্রেসমিটে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী কোচ বিনো জর্জ। ডার্বির আমেজে কী কী বললেন তিনি?

অস্কার ব্রুজো প্রসঙ্গে – প্রতিদিন কোচের সঙ্গে কথা হয়। তিনিও মুখিয়ে আছে। দলের ব্যাপারে আলোচনা হয়। অনুশীলনও হয়েছে সেই মতো। দেখা যাক আগামিকাল মাঠে কী হয়। আমাদের পরিকল্পনা আছে। আমরাও তৈরি জিততে। ডার্বি জিতে প্রথম তিন পয়েন্ট অর্জন করতে।

কলকাতা লিগে ডার্বিতে বাগান শিবিরকে হারানো নিয়ে – গত বছর আমার কোচিংয়ে মোহনবাগানকে হারিয়েছি কলকাতা লিগে। তিন পয়েন্ট পেতে আমরাও মুখিয়ে রয়েছি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours