দানার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এলেন বিজেপির নেতা।
শুক্রবার বিকেলে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা থানার দক্ষিণ চন্দনপিড়িতে দুস্থ মানুষদের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন। এর পাশাপাশি অসহায় দুঃস্থ মানুষদের হাতে শুকনো খাবার একটি করে ত্রিপল ও কিছু খাবার তুলে দেন। বিজেপির রাজ্য যুব সভাপতির ইন্দ্রনীল খাঁ।
এই দানা নামক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের যেসব এলাকার মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব এলাকার মানুষজনের কিছু ত্রিপুল ও শুকনো খাওয়ার দেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
আর এই দুর্যোগের সময় মানুষের পাশে এসে খাবার সহ ত্রিপুল পেয়ে বেশ খুশি নামখানার দক্ষিণ চন্দন পিড়ির এলাকার মানুষজন।।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours