দেখতে দেখতে ২০ বছর কেটে গেল সংসার পেতেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। কলকাতার ভবানীপুরের মেয়ে মৃদুলাকে বিয়ে করেন তিনি। প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু পঙ্কজের বিয়ে নিয়ে নাকি খুবই সমস্যা তৈরি হয়েছিল তাঁদের সংসারে। সম্প্রতি এক সাক্ষাত্কারে সে কথাই প্রকাশ্য়ে আনলেন পঙ্কজ পত্নী।
বিয়ের ২০ বছর পরেও সুখী নন পঙ্কজ! গোপন কথা ফাঁস করলেন স্ত্রী মৃদুলা
দেখতে দেখতে ২০ বছর কেটে গেল সংসার পেতেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। কলকাতার ভবানীপুরের মেয়ে মৃদুলাকে বিয়ে করেন তিনি। প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু পঙ্কজের বিয়ে নিয়ে নাকি খুবই সমস্যা তৈরি হয়েছিল তাঁদের সংসারে। সম্প্রতি এক সাক্ষাত্কারে সে কথাই প্রকাশ্য়ে আনলেন পঙ্কজ পত্নী।
অনেক কম বয়স থেকেই প্রেম শুরু হয় তাঁদের। সকলের চোখের আড়ালেই প্রেম শুরু হয় তাঁদের। প্রথম দেখাতেই মৃদুলার প্রেমে পড়েন পঙ্কজ। আবার উল্টো দিকে পঙ্কজদের বাড়ির এক মেয়ের সঙ্গে বিয়ে বিয়ে হয় মৃদুলার বাড়িতে। চুপিচুপি প্রেম করতে তাঁরা। কিন্তু সে সময় বংশকুল, জাত পাত অনেক কিছু দেখে বিয়ের চল ছিল। পঙ্কজের স্ত্রী জানান, বিয়ের ২০ বছর কেটে গেলেও এখনও তাঁর শাশুড়ি বউমা হিসাবে তাঁকে মেনে নিতে পারেননি।
তবে জানিয়েছেন তাঁর শ্বশুর খুবই ভালবাসতেন। মৃদুলা বলেন, “আমাদের বিয়ে প্রথম থেকেই মেনে নিয়েছিলেন আমার শ্বশুরমশাই। কারণ, শিক্ষিত মেয়ে তাঁক খুবই পছন্দ ছিল। বি এড পড়াকালীন আমি পঙ্কজের কথা বাড়িতে জানাই।” সে সময় ন্যাশানল স্কুল অফ ড্রামাতে পড়াশোনা করতেন অভিনেতা। মৃদুলার দাবি শুধুমাত্র ভগবান ছিল বলেই তাঁদের বিয়েটা হয়েছে। ২০০৬ সালে কন্যা সন্তানের জন্ম দেন মৃদুলা।
Post A Comment:
0 comments so far,add yours