চার মাসে জোড়া-রহস্যমৃত্যু! IIT খড়্গপুরে উদ্ধার আর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ
আজই ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ করবে SSC? তাকিয়ে গোটা বাংলা
নিজের স্ত্রীকে ধারার অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
ক্ষতিপূরণ চাই না, স্থায়ী BSF ক্যাম্প চাই’, তৃণমূলের প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জাফরাবাদে মৃত চন্দনের দিদি
মুখ দেখাদেখিও বন্ধ ছিল, ২০ বছর পর ‘ভাব’ হচ্ছে উদ্ধব ও রাজ ঠাকরের? মহারাষ্ট্রে রাজনীতিতে জোর জল্পনা
এক মাস আগে শোনা গিয়েছিল খবরটা। অভিনেতা আদৃত রায় নাকি সিরিয়ালে ফিরছেন। শোনা গিয়েছিল এমনটাই। নায়ক নাকি ইতিমধ্যেই প্রোমো শুট করে ফেলেছেন। আলোচনা চলছিল। তারই মাঝে এল আরও এক নতুন খবর।
শোনা যাচ্ছে, অভিনেত্রী সৃজা দত্তর সঙ্গে নাকি জুটি বাঁধছেন তিনি। সত্যিই কি তাই?
জুটিতে আদৃত-সৃজা! খবর শুনে কী বললেন নায়িকা?
এক মাস আগে শোনা গিয়েছিল খবরটা। অভিনেতা আদৃত রায় নাকি সিরিয়ালে ফিরছেন। শোনা গিয়েছিল এমনটাই। নায়ক নাকি ইতিমধ্যেই প্রোমো শুট করে ফেলেছেন। আলোচনা চলছিল। তারই মাঝে এল আরও এক নতুন খবর। শোনা যাচ্ছে, অভিনেত্রী সৃজা দত্তর সঙ্গে নাকি জুটি বাঁধছেন তিনি। সত্যিই কি তাই?
তরফ থেকে যোগাযোগ করা হয় সৃজার সঙ্গে। পুরোটাই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। অভিনেত্রী বললেন, “একেবারেই না। আমার খুব পড়াশোনার চাপ। এই মুহূর্তে আমার পঞ্চম সেমিস্টার চলছে। সুতরাং পড়াশোনা করে সিরিয়ালের দায়িত্ব নেওয়া খুব কঠিন একটা ব্যাপার। আমি নিজে জানি কী ভাবে টেক্কা আর বাঘা যতীন-এর শুটিং করেছিল।” তবে আগে যে কথা হয়েছিল সিরিয়ালের বিষয়ে সে কথা একেবারে উড়িয়ে দেননি তিনি। আপাতত পড়াশোনাটা শেষ করে তারপর অন্য কাজে মন দিতে চান সৃজা। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী অভিনেত্রী।
তবে সৃজা সিরিয়াল না করলেও আদৃতের ছোট পর্দায় ফেরার খবর পাকা। সূত্রের খবর, ‘জি বাংলা’র সঙ্গেই আরও একবার চুক্তি বদ্ধ হতে পারেন নায়ক। যদিও এই সম্পর্কে কোনও কিছু ঘোষণা করা হয়নি। তাই সত্যি এমনটা ঘটবে কি না, সময় বলবে। আদৃতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও উত্তর মেলেনি তাঁর থেকে।
যদিও বিপরীতে কে থাকছেন, কোন ঘরানার ধারাবাহিক, সেই নিয়ে থাকছে প্রশ্ন। তবে আদৃত যে ছোটপর্দায় ফিরতে পারেন, এই খবরই যথেষ্ট তাঁর অনুরাগীদের জন্য। ব্যক্তি জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। কথাও বলেন বেশ কম। সম্প্রতি খুলেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় পেজ। কৌশাম্বী চক্রবর্তীকে বিয়ে করেছেন এই বছর। ‘মিঠাই’-এর সেটেই প্রেম, তারপর সংসার।
Post A Comment:
0 comments so far,add yours