শনিবার তিলোত্তমা কেসে আরও একটি গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল কল্যাণী মেডিক্যাল কলেজে। কিন্তু দানার কারণ দেখিয়ে সেই কনভেনশনের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। শেষে বাধ্য হয়ে স্থান পরিবর্তন করছেন আয়োজকরা।


তিলোত্তমা ইস্যুতে শেষবেলায় বাতিল এপিডিআরের গণ কনভেশন, কলকাঠি নাড়ছে তৃণমূল?
বাড়ছে চাপানউতোর


তিলোত্তমা নিয়ে এপিডিআরের কর্মসূচিতে বাধা। হল না পাওয়ায় কর্মসূচি বাতিল করল মানবাধিকার সংগঠন এপিডিআর। শনিবার রিষরার দাঁ বাড়ির হল ঘরে কর্মসূচি ছিল এপিডিআরের। ‘তিলোত্তমার মৃত্যু, জন সমাজের আন্দোলন এবং নাগরিক সমাজের দায়িত্ব’ শীর্ষক গণ কনভেনশন আয়োজন করা হয়েছিল দলের তরফে। কিন্তু হল কর্তৃপক্ষ জানান যে হলে ওই অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। 


সূত্রের খবর, হলের লোকজনের দাবি, তাঁদের উপর চাপ আসছে। সে কারণেই তাঁরা অনুমতি দিতে পারছেন না। সূত্রের খবর, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই চাপ সৃষ্টি করেছে। সেই কারণে তিলোত্তমার মৃত্যু নিয়ে অযোজিত কর্মসূচি আপাতত বাতিল করেছে এপিডিআর। যা নিয়ে রাজনৈতিক মহলে বেশ চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে। পরিবর্তে শনিবার বিকালে ওই এলাকায় পথ সভা করবেন তাঁরা। তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। 


এদিকে শনিবার তিলোত্তমা কেসে আরও একটি গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল কল্যাণী মেডিক্যাল কলেজে। কিন্তু দানার কারণ দেখিয়ে সেই কনভেনশনের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। শেষে বাধ্য হয়ে স্থান পরিবর্তন করছেন আয়োজকরা। এদিকে কল্যাণী মেডিক্যাল কলেজে একসময় পড়াশোনা করেছেন তিলোত্তমা নিজে। কিন্তু, সেখানেই অনুমতি না মেলায় হতাশ চিকিৎসকদের একটা বড় অংশ। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours