পুনেতে প্রথম ইনিংসে ১৫৬ রানে অল আউট টিম ইন্ডিয়া। কিউয়িদের প্রথম ইনিংসে ২৫৯ রানে আটকে দেওয়ার নেপথ্যে ছিলেন ওয়াশিংটন সুন্দর। যিনি সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছিলেন। সুন্দরের ৭ উইকেটের পাল্টা প্রতিপক্ষরা ফিরিয়ে দিল।

সুন্দরের পাল্টা স্যান্টনারের সাত শিকার, পুনের পুনরাবৃত্তি হবে না তো!
সুন্দরের পাল্টা স্যান্টনারের সাত শিকার, পুনের পুনরাবৃত্তি হবে না তো!

পুনে কি ভারতীয় টিমের জন্য পয়া নয়? এমন কথা উঠছে কেন? আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় টিম (Team India) খাবি খেল পুনেতে। প্রথম ইনিংসে ১৫৬ রানে অল আউট টিম ইন্ডিয়া। ভারতের কোনও ক্রিকেটার হাফসেঞ্চুরিও করতে পারেননি। কিউয়িদের প্রথম ইনিংসে ২৫৯ রানে আটকে দেওয়ার নেপথ্যে ছিলেন ওয়াশিংটন সুন্দর। যিনি সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছিলেন। সুন্দরের ৭ উইকেটের পাল্টা প্রতিপক্ষরা ফিরিয়ে দিল। বলতেই হচ্ছে, মিচেল স্যান্টনার এক এক করে ৭ উইকেট নিয়ে ভারতকে আটকে দিলেন। বাকি ২ উইকেট গ্লেন ফিলিপস ও ১টি টিম সাউদির। ভারতের হয়ে সর্বাধিক ৩৮ রান করেছেন রবীন্দ্র জাডেজা। তাঁর উইকেটটিও নিয়েছেন স্যান্টনার। কিউয়িরা যে ভাবে রোহিত ব্রিগেডের উপর দাপট দেখাচ্ছে, তাতে এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে আশঙ্কা তৈরি হয়েছে পুনের পুনরাবৃত্তি হবে না তো!

কেন বলা হচ্ছে পুনের পুনরাবৃত্তির কথা? তা বলতে গেলে ফিরে যেতে হবে ২০১৭ সালে। সে বার অজি টিম ভারত সফরে এসেছিল। সিরিজের প্রথম টেস্ট পুনেতে হয়েছিল। স্টিভ স্মিথের অস্ট্রলিয়া প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল। সেখানে বিরাট কোহলির ভারত প্রথম ইনিংসে ১০৫ রানে অল আউট হয়েছিল। একা কুম্ভ হয়ে প্রথম ইনিংসে লড়াই করেছিলেন লোকেশ রাহুল। ওপেনিংয়ে নেমে ৬৪ রান করেছিলেন। সেই তিনি কিন্তু চলতি পুনে টেস্টে (ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট) টিম ইন্ডিয়ার একাদশে নেই।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours