আরও বিপাকে অভীক দে, তদন্ত কমিটির এক্সক্লুসিভ নথি টিভি নাইনের হাতে। এস‌এসকেএমের সার্ভিস পিজিটি হয়ে আরজি করে কেন? সূত্রের খবর, রিপোর্ট অনুযায়ী তদন্ত কমিটির প্রশ্নের সদুত্তর দিতে পারেননি অভীক।


গভীর রাতের পার্টিতে তরুণী চিকিৎসকদের ‘ডাক’, না এলেই পরীক্ষায় ফেল? তদন্ত কমিটির এক্সক্লুসিভ নথি টিভি নাইনের হাতে
প্রতীকী ছবি

স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির রিপোর্টে বিপাকে অভীক দে। গত ৯ অগস্ট আরজি করের ক্রাইম সিনে থাকার কথা অস্বীকার করেননি অভীক। ক্রাইম সিনে ‘লাল জামা’ পরিহিত অভীকের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির রিপোর্টে। ‘মেডিক্যাল কাউন্সিলের দলের সঙ্গে আরজি কর গিয়েছিলাম’। সূত্রের খবর, তিলোত্তমার খুনের দিন আরজি করে উপস্থিতি ঘিরে এমন‌ই বয়ান অভীক দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে তদন্ত কমিটির রিপোর্টে । 

এস‌এসকেএমের সার্ভিস পিজিটি হয়ে আরজি করে কেন? সূত্রের খবর, রিপোর্ট অনুযায়ী তদন্ত কমিটির প্রশ্নের সদুত্তর দিতে পারেননি অভীক। এস‌এসকেএম কর্তৃপক্ষের অনুমতি না‌ নিয়েই আরজি করে যাওয়ার কথা স্বীকার করেছেন অভীক। তদন্ত কমিটির এক্সক্লুসিভ নথি টিভি নাইনের হাতে। 

বর্ধমান মেডিক্যাল কলেজ নিয়েও রিপোর্টে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে বলে ডানা যাচ্ছে। গভীর রাত পর্যন্ত বর্ধমান মেডিক্যাল কলেজের গেস্ট হাউসে চলত পার্টি। সেই সব পার্টিতে তরুণী চিকিৎসকদের হাজির হতে ‘বাধ্য’ করা হতো বলেও অভিযোগ। অসহযোগিতায় পরীক্ষায় ফেল‌ করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ। 

অভীকের প্রভাবেই এমন ঘটনা বলে তদন্ত কমিটির কাছে অভিযোগ জমা পড়েছিল। হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভীক। তবে গভীর রাতে গেস্ট হাউসে জন্মদিন বা অন্য কারণে অনুষ্ঠানের কথা স্বীকার করেছেন। তদন্ত রিপোর্টে এমন‌ই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে।

একইসঙ্গে অভীকের এস‌এসকেএমে সার্ভিস কোটায় পিজিটি পাওয়া নিয়েও বিতর্ক। গ্রামে কাজ করার অভিজ্ঞতা দেখিয়ে এস‌এসকেএমে সার্ভিস পিজিট। সূত্রের খবর, বর্ধমানের অনাময় হাসপাতালে কাজের অভিজ্ঞতা দেখিয়েছিলেন অভীক। তবে অনাময়ের সুপার জানিয়েছেন, অভীক দে নামে কেউ রেডিও ডায়াগনসিস বিভাগে টিউটর পদে কাজ করেননি। সূত্রের খবর, বর্ধমানের রেডিওলজি বিভাগের প্রধান‌ও তদন্ত কমিটিকে চিঠি লিখে জানিয়েছেন, অভীককে ডিপার্টমেন্টে পাওয়া‌ই যেত না! 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours