পাক ধরেছে ধান তার মধ্যেই অশনিসংকেত বঙ্গোপসাগরে চিন্তায় পড়েছেন সুন্দরবনের ধান ও পান চাষিরা


কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকায় মাঠে রয়েছে ক্ষারীপ ধান, এই ধান পাকার সময় হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে অতিরিক্ত বৃষ্টি হলেই চরম ক্ষতির সম্মুখীন হতে হবে ধান চাষিদের। অন্যদিকে কাকদ্বীপ মহকুমা এলাকার মধ্যে সবথেকে অর্থকারী 
ফসল পান চাষ আর এই পানের বরজ টিকিয়ে রাখতে আপ্রান চেষ্টা চালাচ্ছে পান চাষীরা,এই মুহূর্তে প্রতিটি পান বরজ টিকিয়ে রাখাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ পান চাষীদের,পানের বরজ টিকে দড়ি ও জিআই তার দিয়ে বেঁধে রাখা চেষ্টা করছে পান চাষীরা,এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় ডানা কতটা প্রভাব ফেলে সেই আতঙ্কে প্রহর গুনছে সুন্দরবন মানুষ জন

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours