নদী বাঁধের অবস্থা খতিয়ে দেখতে নামখানায় পৌঁছালেন জেলা শাসক সঙ্গে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা

নামখানা: ক্রমশ শক্তি বাড়িয়ে বিধ্বংসী রূপে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি প্রায় সেরে ফেলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষদের নিরাপদ আশ্রয় ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ। প্রায় শেষের পথে। 



বৃহস্পতিবার রাতে নামখানার ফ্রেজারগঞ্জ এলাকায় নদী বাঁধ এবং ফ্লাড সেন্টারগুলি সরজমিনে পরিদর্শন করতে আসেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা সহ সুন্দরবন পুলিশ জেলার জোনাল আধিকারিক কৌস্তভ আছারিয়া, সঙ্গে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সহ-সভাপতি সীমন্ত মালিক এছাড়াও উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। নামখানা ব্লকের বকখালি ও ফ্রেজারগঞ্জ এলাকার বেশ কিছু নদী বাঁধ সরজমিনের খতিয়ে দেখেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বকখালি এলাকায় যে সকল আবাসিক হোটেলগুলি রয়েছে সেই সকল আবাসিক হোটেল গুলিতে এলাকার মানুষদেরকে আশ্রয় দেয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক বকখালি এলাকার আবাসিক হোটেল গুলিতে অংশে এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং অভাব অভিযোগের কথা শুনেন। জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন,


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours