সুন্দরবনের উপকূলীয় এলাকা গুলিতে টহলদারি শুরু করলো ভারতীয় উপকূল রক্ষীবাহিনী।

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় দানা, ঘণ্টায় ১৫০ কিমি ছাড়াতে পারে হাওয়ার গতি। মঙ্গলবার সকালের পূর্বাভাস অনুসারে পশ্চিমবঙ্গ - ওড়িশা সীমানার কাছে কোনও জায়গায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় দানার কেন্দ্রটি। ২৪ অক্টোবর রাতে বা ২৫ অক্টোবর সকালে ঝড়টি ভূভাগে প্রবেশ করতে পারে। সমুদ্রে দীর্ঘ সময় থাকায় ঝড়টি প্রাথমিক পূর্বাভাসের থেকে বেশি শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতি প্রায় ঘণ্টায় ১৫০ কিলোমিটার ছুঁতে পারে। তেমন হলে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শুরু হবে হাওয়ার দাপট। রাত যত বাড়বে তত বাড়বে ঝড়ের তাণ্ডব। শুধু তাই নয়, ঝড়ের শক্তিশালী দিকটি পশ্চিমবঙ্গের দিকে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উপকূলবর্তী সমস্ত জেলা ও তার লাগোয়া জেলাগুলিতে ঘণ্টায় ১২০ কিমি বা তার বেশি বেগে হাওয়া বইতে পারে।

সেই দিকে লক্ষ্য রেখে সমুদ্র তীরবর্তী এলাকায় সাধারণ মানুষকে পরিস্থিতি সম্পর্কে অবগত করতে লাগাতার মাইকিং প্রচার উপকূল রক্ষীবাহিনীর। গতকালের মধ্যে সমস্ত মৎস্যজীবী ট্রলার, বন্দর গুলিতে ফিরেছে কিনা তাই নিয়ে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর টহলদারি দিতে দেখা গেলো ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর আধিকারিকদের। আজকেও ফ্রেজারগঞ্জের সমুদ্র তীরবর্তী এলাকার বিভিন্ন গ্রামে মাইকিং করবে উপকূল রক্ষীবাহিনী। 




স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours