October 2024

পাথরপ্রতিমা নির্যাতিতা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্র পাল 




আর জি কর ঘটনা নিয়ে যখন গোটা দেশ উত্তাল সেই আর জি কর আবহে আবারো এক নাবালিকা স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা গদামথুরাপুর স্বাস্থ্য কেন্দ্রে। ইতিমধ্য ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। নির্যাতিকার পরিবার সূত্রে জানা যায়, গতকাল ঢোলাহাট থানার অন্তর্গত এক নাবালিকা ছাত্রীকে সাপে কামড়ায় এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনেরা প্রাথমিক চিকিৎসা করানোর জন্য গদা মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ওই নাবালিকাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওই নাবালিকার অবস্থার অবনতি হওয়ার কারণে ওই 

নাবালিকাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই সময় ওই গদামথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরের একটা অ্যাম্বুলেন্স চালক যুবক ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে। গতকাল নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনের ঢোলাহাট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট থানার পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেন। অভিযুক্ত ওই অ্যাম্বুলেন্স চালকের নাম পবিত্র মন্ডল অভিযুক্ত ওই যুবকের বাড়ি ঢোলারহাট থানার অন্তর্গত দিগম্বরপুর এলাকায়। সুন্দরবন পুলিশ জেলার জেলা পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবক পেশ অ্যাম্বুলেন্স চালক। গতকাল ওই যুবকের বিরুদ্ধে নাবালিকার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ঢোলাহাট থানাতে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত যুবককে শনিবার কাকদ্বীপ মহকুমার আদালতে তোলা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। মঙ্গলবার নির্যাতিতা ছাত্রী পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন অগ্নিমিত্রা পাল।





ঈশান কিষাণের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায়, তিনি রিকি ভুঁই, অভিষেক পোড়েল ও প্রসিধ কৃষ্ণার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। আর অপর ছবিটি অজি সফরে যাওয়ার পথে বিমানের ভেতরে সিটে বসে থাকা নিজের।

ঈশান কোণে আলো! মা-ঠাকুমার স্নেহের চুম্বনে সুদিনের প্রার্থনা
ঈশান কোণে আলো! মা-ঠাকুমার স্নেহের চুম্বনে সুদিনের প্রার্থনা

বোর্ডের নির্দেশ অবাধ্য করায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। আইপিএল খেললেও জাতীয় দলের রাস্তা বন্ধ ছিল। এ মরসুমে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। দলীপ ট্রফি, রঞ্জি ট্রফিতে খেলেছেন। অবশেষে ভারত এ-দলে সুযোগ মিলেছে। অস্ট্রেলিয়া সফরে ভারতের এ দলে সুযোগ পাওয়া মানেই আশার আলো। এই সিরিজে ভালো পারফর্ম করতে পারলে সিনিয়র টিমে প্রত্যাবর্তন হতে পারে ঈশান কিষাণের (Ishan Kishan)। সেই সফরে যাওয়ার আগে মা-ঠাকুমার থেকে তিনি পেলেন স্নেহের চুম্বন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঈশান কিষাণের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, নিজের বাড়ি থেকে বিমানবন্দর যাওয়ার জন্য গাড়িতে উঠছেন তিনি। সেই সময় গাড়ির কাছে এসে ঈশানের কপালে প্রথমে স্নেহের চুমু দেন তাঁর মা। তার ঠিক পরেই ঠাকুমা তাঁর কাছে এসে চুমু দেন। ড্রাইভারের পাশের সিটে বসে থাকা ঈশানের গলা জড়িয়ে ধরেন তাঁর ঠাকুমা। এরপর এগিয়ে যায় তাঁর গাড়ি। মা-ঠাকুমারা হয়তো স্নেহের চুম্বন দিয়ে সুদিনের প্রার্থনাই করেছেন।



একটানা বৃষ্টিতে ভেঙে পড়লো একাধিক কাঁচা বাড়ি


আগে থেকেই প্রশাসনের তরফে ঘূর্ণিঝড় দানার প্রভাবে একটানা বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার এলাকায় ভেঙে পড়লো একাধিক কাঁচা বাড়ি, আশ্রয়হীন বেশ কয়েকটি পরিবার। বার বার মাইক প্রচারের মাধ্যমে জনসাধারণকে ডানা ঘূর্ণিঝড় নিয়ে সতর্কীকরণ করা হয়েছে। ঝড় না হলেও লাগাতার বৃষ্টিতে ক্ষতি হয়েছে মন্দিরবাজার এলাকার বেশ কিছু মাটির কাঁচা বাড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার। 

স্টাফ রিপোর্টার মুন্না সরদার 

বেঙ্গালুরুতে দাপটের সঙ্গে রোহিত ব্রিগেডকে হারিয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষেও অ্যাডভান্টেজে কিউয়িরা।


ভারতীয় টিমের হলটা কী? কিউয়িদের বিরুদ্ধে ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার (Team India) দ্বিতীয় টেস্টের মাঝে এ নিয়েই আলোচনা চলছে ক্রিকেট মহলে। বেঙ্গালুরুতে দাপটের সঙ্গে রোহিত ব্রিগেডকে হারিয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষেও অ্যাডভান্টেজে কিউয়িরা। পুনেতে দ্বিতীয় দিন ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান স্কোরবোর্ডে তুলেছেন টম ল্যাথামরা। যে সময় নিউজিল্যান্ডের দলগত রান ১৫৯ ছিল, তখন টম ল্যাথামকে আউট করার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ক্যাচ ফসকান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যা দেখে সতীর্থদের উপর রেগে কাঁই হয়ে যান বিরাট কোহলি (Virat Kohli)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিত শর্মার ক্যাচ ফসকানোর ভিডিয়ো। ক্যাচটি অবশ্য কঠিন ছিল। সেখানে দেখা যায় রবীন্দ্র জাডেজা ৩৭তম ওভারে বোলিং করছিলেন। আর নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তখন ৬৮ রানে ছিলেন। স্লিপে ফিল্ডিংয়ে দাঁড়িয়েছিলেন রোহিত। ডান দিকে ডাইভ দেন। কিন্তু বল ধরতে পারেননি। আর তা থেকে আসে ৪ রান। ঠিক সেই সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে বিরাট কোহলির অভিব্যক্তি।

শনিবার রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিউটাউনের একটি হোটেলে রাতে থাকবেন। রবিবার দিনভর নানা কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সকাল ১১টা নাগাদ হেলিকপ্টারে নদিয়ার কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কলকাতায় আসছেন শাহ, রবিবার ঠাসা কর্মসূচি
রবিবার একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহর

আসার কথা ছিল ২৪ অক্টোবর। কিন্তু, ঘূর্ণিঝড় দানার জন্য সেই সফর পিছিয়ে যায়। শনিবার (২৬ অক্টোবর) রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।

শনিবার রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিউটাউনের একটি হোটেলে রাতে থাকবেন। রবিবার দিনভর নানা কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সকাল ১১টা নাগাদ হেলিকপ্টারে নদিয়ার কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পেট্রাপোলে মৈত্রীদ্বারের উদ্বোধন করবেন।

কল্যাণী থেকে দুপুর একটা নাগাদ তাঁর হুগলির আরামবাগে পৌঁছনোর কথা। সেখানে একটি সরকারি কর্মসূচি রয়েছে তাঁর। সরকারি ওই সমবায় কর্মসূচি কৃষকদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরামবাগেই মধ্যাহ্নভোজ করবেন। আরামবাগ থেকে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল সাড়ে তিনটে নাগাদ সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) দলীয় কর্মসূচি রয়েছে।

তবে তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন তিনি এমনটা করলেন তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন। এদিন দুপুরে এলাকার একটি পরিত্যক্ত মুদি দোকান ঘরে ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

বাজার করতে গিয়ে আর ফেরেনি শ্বশুর, ফোন করতেই থ বউমা
ব্যাপক শোরগোল এলাকায়

বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল বালুরঘাটে। পরিত্যক্ত দোকান ঘর থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ। শুক্রবার বিকাল দেহটি উদ্ধার হয় বালুরঘাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বঙ্গী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মৃতের নাম শঙ্কর দাস (৬১)। এলাকায় তিনি পরান বলেই পরিচিত। বাড়ি ২০ নম্বর ওয়ার্ডের বাদুরতলায়। পেশায় সবজি ব্যবসায়ী। 

তবে তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন তিনি এমনটা করলেন তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন। এদিন দুপুরে এলাকার একটি পরিত্যক্ত মুদি দোকান ঘর থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে এলাকার লোকজন। তদন্তে বালুরঘাট থানার পুলিশ।


জানা গিয়েছে, এদিন ভোরেই বাড়ি থেকে তিনি বাজারে যান দোকান করতে। অন্যদিনও বাজারে গেলে সকাল ৯টা থেকে ১০ টার মধ্যে চলে আসেন বাড়ি। কিন্তু, এদিন রুটিনে ছেদ পড়ে। ১১টা পার হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি বলে জানাচ্ছেন পরিবারের লোকজন। দেরি হওয়ায় বউমা ফোন করেন শ্বশুরমশাইকে। কিন্তু ফোন সুইচ অফ ছিল। পরে ওনার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি পরিত্যক্ত দোকানে। শোকের ছায়া পরিবারে।

দেখতে দেখতে ২০ বছর কেটে গেল সংসার পেতেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। কলকাতার ভবানীপুরের মেয়ে মৃদুলাকে বিয়ে করেন তিনি। প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু পঙ্কজের বিয়ে নিয়ে নাকি খুবই সমস্যা তৈরি হয়েছিল তাঁদের সংসারে। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে সে কথাই প্রকাশ্য়ে আনলেন পঙ্কজ পত্নী।


বিয়ের ২০ বছর পরেও সুখী নন পঙ্কজ! গোপন কথা ফাঁস করলেন স্ত্রী মৃদুলা


দেখতে দেখতে ২০ বছর কেটে গেল সংসার পেতেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। কলকাতার ভবানীপুরের মেয়ে মৃদুলাকে বিয়ে করেন তিনি। প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু পঙ্কজের বিয়ে নিয়ে নাকি খুবই সমস্যা তৈরি হয়েছিল তাঁদের সংসারে। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে সে কথাই প্রকাশ্য়ে আনলেন পঙ্কজ পত্নী।

অনেক কম বয়স থেকেই প্রেম শুরু হয় তাঁদের। সকলের চোখের আড়ালেই প্রেম শুরু হয় তাঁদের। প্রথম দেখাতেই মৃদুলার প্রেমে পড়েন পঙ্কজ। আবার উল্টো দিকে পঙ্কজদের বাড়ির এক মেয়ের সঙ্গে বিয়ে বিয়ে হয় মৃদুলার বাড়িতে। চুপিচুপি প্রেম করতে তাঁরা। কিন্তু সে সময় বংশকুল, জাত পাত অনেক কিছু দেখে বিয়ের চল ছিল। পঙ্কজের স্ত্রী জানান, বিয়ের ২০ বছর কেটে গেলেও এখনও তাঁর শাশুড়ি বউমা হিসাবে তাঁকে মেনে নিতে পারেননি।

তবে জানিয়েছেন তাঁর শ্বশুর খুবই ভালবাসতেন। মৃদুলা বলেন, “আমাদের বিয়ে প্রথম থেকেই মেনে নিয়েছিলেন আমার শ্বশুরমশাই। কারণ, শিক্ষিত মেয়ে তাঁক খুবই পছন্দ ছিল। বি এড পড়াকালীন আমি পঙ্কজের কথা বাড়িতে জানাই।” সে সময় ন্যাশানল স্কুল অফ ড্রামাতে পড়াশোনা করতেন অভিনেতা। মৃদুলার দাবি শুধুমাত্র ভগবান ছিল বলেই তাঁদের বিয়েটা হয়েছে। ২০০৬ সালে কন্যা সন্তানের জন্ম দেন মৃদুলা।

মায়ের থেকে বাঁচতে রানি মুখোপাধ্যায় বাথরুমে গিয়ে ধূমপান করতেন। শুধু তাই নয়, রীতিমত ডিয়োড্রেন্ট ব্যবহার করতেন চড়া গন্ধের। মুঠো মুঠো মিন্ট রাখতেন নিজের স্টকে। যাতে কেউ বুঝতে না পারে।
সন্তান আসছে, জেনেও এই ভুল করে চলেন রানি


বলিউডের বহুস্টার রয়েছেন, যাঁরা সিগারেটে আসক্ত। আর তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে পিছপা হন না কেউই। শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগণ, সকলেই ছিলেন চেইন স্মোকার। সেই তালিকায় পড়েন রানি মুখোপাধ্যায়। তিনিও প্রথম থেকেই সিগারেটের নেশায় ঠিলেন ডুবে। বারে বারে মায়ের মানা করার সত্ত্বেও তিনি ছাড়তে পারতেন না। এমন কি তিনি বারে বারে ছাড়ার চেষ্টা করেও পারেননি। কারণ হিসেবে জানান, বিভিন্ন অস্বস্তিতে ভুগতেন তিনি। মায়ের থেকে বাঁচতে রানি মুখোপাধ্যায় বাথরুমে গিয়ে ধূমপান করতেন। শুধু তাই নয়, রীতিমত ডিয়োড্রেন্ট ব্যবহার করতেন চড়া গন্ধের। মুঠো মুঠো মিন্ট রাখতেন নিজের স্টকে। যাতে কেউ বুঝতে না পারে।

পরবর্তীতে তিনি ধীরে ধীরে ছাড়তে শুরু করেছিলেন। যখন তিনি সন্তানসম্ভবা হয়েছিলেন, তখন তিনি চেষ্টা করেছিলেন যতটা সম্ভব কম ধূমপান করার। একাধিকবার সাক্ষাৎকারে এসে নিজের এই কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন রানি মুখোপাধ্যায়। জানিয়েছিলেন কতটা খারাপ পরিস্থিতি দিয়ে গিয়েছিলেন তিনি। প্রতিটা মুহূর্তে সিগারেট ছাড়া থাকতেই পারতেন না একটা সময়। তবে শেষে সন্তানরে কথা ভেবে স্থির করেন ধূমপান কমিয়ে দেবেন। রাতারাতি তা সম্ভবপর হয়নি। তবে গর্ভে যখন সন্তান, তখন আর ঝুঁকি নিতে রাজি ছিলেন না তিনি। অবশেষে স্থির করেন, একটু একটু করে সরে আসবেন এই নেশা থেকে। সেই চেষ্টাই করতে থাকেন। আর একটা সময় পর তিনি এই নেশা একেবারেই ত্যাগ করে ফেলেন।

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও, সুশান্তের পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়। নাম জড়িয়ে যায় প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের।

 সুশান্ত মামলায় অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন রিয়া, 'সুপ্রিম' ধমক সিবিআই-কে


 সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য মামলায় বড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে যে লুকআউট নোটিস জারি করেছিল সিবিআই, তা খারিজ করার নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট। আজ, সুপ্রিম কোর্টও বম্বে হাইকোর্টের রায়কেই বজায় রাখল। একইসঙ্গে সিবিআই-কে কড়া ধমক দিল দেশের শীর্ষ আদালত।

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও, সুশান্তের পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়। নাম জড়িয়ে যায় প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের। মাদক মামলাতেও গ্রেফতার করা হয় রিয়াকে। সেই মামলা থেকে স্বস্তি পেলেও, সুশান্তের মৃত্যু নিয়ে তদন্তে ক্লিনচিট পাননি অভিনেত্রী। রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি ছিল।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে জারি হওয়া লুকআউট নোটিস খারিজের নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও মহারাষ্ট্র সরকার। আজ সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের তরফে সিবিআই, মহারাষ্ট্র সরকার ও ইমিগ্রেশন ব্যুরোর দাখিল করা পিটিশন খারিজ করে দেওয়া হয়।

সিবিআইকে কার্যত ভৎর্সনা করে শীর্ষ আদালতের তরফে বলা হয়, লুকআউট নোটিস সম্পূর্ণ ‘ফালতু’। শুধুমাত্র এক অভিযুক্ত হাই প্রোফাইল বলেই এই নোটিস দাখিল করা হয়েছিল। বিচারপতি বিআর গভাই কড়া সুরে বলেন, “আপনাদের সতর্ক করছি। এই ধরনের ফালতু পিটিশন দাখিল করছেন, শুধুমাত্র অভিযুক্তদের মধ্যে একজন হাই প্রোফাইল বলে। জরিমানা করে এই পিটিশন খারিজ হবে। দুইজনেরই সমাজে অবস্থান রয়েছে।”

এর আগে বম্বে হাইকোর্টও রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে জারি হওয়া লুকআউট নোটিস খারিজ করে দিয়েছিল। সেই সময় তদন্তকারী সংস্থা জানাতে পারেনি যে কেন তারা বারবার রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করছে। শুধুমাত্র এফআইআরে নাম উল্লেখ থাকায় সাড়ে তিন বছর ধরে লুকআউট নোটিস জারির কারণ হতে পারে না বলেই জানিয়েছিল আদালত।

প্রসঙ্গত, ২০২০ সালেই সুশান্তের মৃত্যুর পর সিবিআই তদন্ত চলায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, বাবা লেফটেন্যান্ট কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তী ও মা সন্ধ্যা চক্রবর্তীর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে। এর জেরে এতদিন দেশ ছেড়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা ছিল।




এক মাস আগে শোনা গিয়েছিল খবরটা। অভিনেতা আদৃত রায় নাকি সিরিয়ালে ফিরছেন। শোনা গিয়েছিল এমনটাই। নায়ক নাকি ইতিমধ্যেই প্রোমো শুট করে ফেলেছেন। আলোচনা চলছিল। তারই মাঝে এল আরও এক নতুন খবর। 

শোনা যাচ্ছে, অভিনেত্রী সৃজা দত্তর সঙ্গে নাকি জুটি বাঁধছেন তিনি। সত্যিই কি তাই?
জুটিতে আদৃত-সৃজা! খবর শুনে কী বললেন নায়িকা?


এক মাস আগে শোনা গিয়েছিল খবরটা। অভিনেতা আদৃত রায় নাকি সিরিয়ালে ফিরছেন। শোনা গিয়েছিল এমনটাই। নায়ক নাকি ইতিমধ্যেই প্রোমো শুট করে ফেলেছেন। আলোচনা চলছিল। তারই মাঝে এল আরও এক নতুন খবর। শোনা যাচ্ছে, অভিনেত্রী সৃজা দত্তর সঙ্গে নাকি জুটি বাঁধছেন তিনি। সত্যিই কি তাই?

 তরফ থেকে যোগাযোগ করা হয় সৃজার সঙ্গে। পুরোটাই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। অভিনেত্রী বললেন, “একেবারেই না। আমার খুব পড়াশোনার চাপ। এই মুহূর্তে আমার পঞ্চম সেমিস্টার চলছে। সুতরাং পড়াশোনা করে সিরিয়ালের দায়িত্ব নেওয়া খুব কঠিন একটা ব্যাপার। আমি নিজে জানি কী ভাবে টেক্কা আর বাঘা যতীন-এর শুটিং করেছিল।” তবে আগে যে কথা হয়েছিল সিরিয়ালের বিষয়ে সে কথা একেবারে উড়িয়ে দেননি তিনি। আপাতত পড়াশোনাটা শেষ করে তারপর অন্য কাজে মন দিতে চান সৃজা। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী অভিনেত্রী।

তবে সৃজা সিরিয়াল না করলেও আদৃতের ছোট পর্দায় ফেরার খবর পাকা। সূত্রের খবর, ‘জি বাংলা’র সঙ্গেই আরও একবার চুক্তি বদ্ধ হতে পারেন নায়ক। যদিও এই সম্পর্কে কোনও কিছু ঘোষণা করা হয়নি। তাই সত্যি এমনটা ঘটবে কি না, সময় বলবে।  আদৃতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও উত্তর মেলেনি তাঁর থেকে।

যদিও বিপরীতে কে থাকছেন, কোন ঘরানার ধারাবাহিক, সেই নিয়ে থাকছে প্রশ্ন। তবে আদৃত যে ছোটপর্দায় ফিরতে পারেন, এই খবরই যথেষ্ট তাঁর অনুরাগীদের জন্য। ব্যক্তি জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। কথাও বলেন বেশ কম। সম্প্রতি খুলেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় পেজ। কৌশাম্বী চক্রবর্তীকে বিয়ে করেছেন এই বছর। ‘মিঠাই’-এর সেটেই প্রেম, তারপর সংসার।

পুনেতে প্রথম ইনিংসে ১৫৬ রানে অল আউট টিম ইন্ডিয়া। কিউয়িদের প্রথম ইনিংসে ২৫৯ রানে আটকে দেওয়ার নেপথ্যে ছিলেন ওয়াশিংটন সুন্দর। যিনি সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছিলেন। সুন্দরের ৭ উইকেটের পাল্টা প্রতিপক্ষরা ফিরিয়ে দিল।

সুন্দরের পাল্টা স্যান্টনারের সাত শিকার, পুনের পুনরাবৃত্তি হবে না তো!
সুন্দরের পাল্টা স্যান্টনারের সাত শিকার, পুনের পুনরাবৃত্তি হবে না তো!

পুনে কি ভারতীয় টিমের জন্য পয়া নয়? এমন কথা উঠছে কেন? আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় টিম (Team India) খাবি খেল পুনেতে। প্রথম ইনিংসে ১৫৬ রানে অল আউট টিম ইন্ডিয়া। ভারতের কোনও ক্রিকেটার হাফসেঞ্চুরিও করতে পারেননি। কিউয়িদের প্রথম ইনিংসে ২৫৯ রানে আটকে দেওয়ার নেপথ্যে ছিলেন ওয়াশিংটন সুন্দর। যিনি সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছিলেন। সুন্দরের ৭ উইকেটের পাল্টা প্রতিপক্ষরা ফিরিয়ে দিল। বলতেই হচ্ছে, মিচেল স্যান্টনার এক এক করে ৭ উইকেট নিয়ে ভারতকে আটকে দিলেন। বাকি ২ উইকেট গ্লেন ফিলিপস ও ১টি টিম সাউদির। ভারতের হয়ে সর্বাধিক ৩৮ রান করেছেন রবীন্দ্র জাডেজা। তাঁর উইকেটটিও নিয়েছেন স্যান্টনার। কিউয়িরা যে ভাবে রোহিত ব্রিগেডের উপর দাপট দেখাচ্ছে, তাতে এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে আশঙ্কা তৈরি হয়েছে পুনের পুনরাবৃত্তি হবে না তো!

কেন বলা হচ্ছে পুনের পুনরাবৃত্তির কথা? তা বলতে গেলে ফিরে যেতে হবে ২০১৭ সালে। সে বার অজি টিম ভারত সফরে এসেছিল। সিরিজের প্রথম টেস্ট পুনেতে হয়েছিল। স্টিভ স্মিথের অস্ট্রলিয়া প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল। সেখানে বিরাট কোহলির ভারত প্রথম ইনিংসে ১০৫ রানে অল আউট হয়েছিল। একা কুম্ভ হয়ে প্রথম ইনিংসে লড়াই করেছিলেন লোকেশ রাহুল। ওপেনিংয়ে নেমে ৬৪ রান করেছিলেন। সেই তিনি কিন্তু চলতি পুনে টেস্টে (ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট) টিম ইন্ডিয়ার একাদশে নেই।

বেঙ্গালুরুর পর পুনেতেও কিউয়িরা ভারতীয় টিমের উপর চাপ সৃষ্টি করছে। বলা চলে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও রোহিত ব্রিগেডকে নাকানিচোবানি খাওয়াচ্ছেন মিচেল স্যান্টনার, টম ল্যাথামরা।

 ভারত (India) সফরে দাপট দেখাতেই যেন এসেছে নিউজিল্যান্ড (New Zealand)। বেঙ্গালুরুর পর পুনেতেও কিউয়িরা ভারতীয় টিমের উপর চাপ সৃষ্টি করছে। বলা চলে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও রোহিত ব্রিগেডকে নাকানিচোবানি খাওয়াচ্ছেন মিচেল স্যান্টনার, টম ল্যাথামরা। ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। আর তাতেই ২৩ বছর পর ভারতের মাটিতে এক রেকর্ড গড়ল কিউয়িরা। কী সেই রেকর্ড?

ভারত সফরে এসে বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৩৫৬ রানের লিড নিয়েছিল নিউজিল্যান্ড। এ বার পুনেতে ১০০-র বেশি রানের লিড পেল কিউয়িরা। এর আগে ২০০১ সালে শেষ বার ভারতের মাটিতে অজি ক্রিকেট টিম পরপর দুই ম্যাচে ১০০ রানের লিড পেয়েছিল। সে বার সিরিজের প্রথম ম্যাচে, মুম্বইতে ১৭৩ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। তারপরের ম্যাচে ইডেনে ২৭৪ রানের লিড নেয় অজিরা। এ বার সেই নজির ছুঁয়ে ফেলল কিউয়ি ক্রিকেট টিম।

মিচেল স্যান্টনারের দাপুটে বোলিংয়ের সুবাদে ১৫৬ রানে প্রথম ইনিংসে অল আউট হয় ভারত। একাই স্যান্টনার নেন ৭টি উইকেট। তার আগে প্রথম ইনিংসে ডেভন কনওয়েরা ২৫৯ রানে অল আউট হয়েছিলেন। তাই ১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনই দ্বিতীয় ইনিংস শুরু হয় নিউজিল্যান্ডের। দিনের খেলার শেষে কিউয়িরা রয়েছে ৫ উইকেটে ১৯৮ রানে। প্রথম ইনিংসে ৭টি উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় ইনিংসেও ভালো ছন্দে রয়েছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া অবধি ৪টি উইকেট নিয়েছেন সুন্দর। ৩০ রানে অপরাজিত রয়েছেন টম বান্ডেল এবং ৯ রানে নট আউট গ্লেন ফিলিপস।

एक और अधिक पढ़ें एक अच्छा क्रेडिट कार्ड, एक नया विकल्प यह एक अच्छा विचार है। मेरे पास एक अच्छा विकल्प है। मेरे पास एक अच्छा विकल्प है। मेरे पास एक अच्छा विकल्प है।


রাস্তার জলেই পড়ে রইলেন আধ ঘণ্টা, হাওড়ায় মর্মান্তিক পরিণতি ব্যক্তির
বৃষ্টির জেরে রাস্তায় জল জমেছে


হাওড়া: ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝড়-বৃষ্টি। আর সেই বৃষ্টিতে রাস্তায় হাঁটু সমান জল। শুক্রবার রাস্তার সেই জলে পড়েই মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম গৌতম চট্টোপাধ্যায় (৩৮)। ঘটনাটি হাওড়া তাঁতি পাড়া এলাকার।

বৃষ্টির জেরে তাঁতি পাড়া এলাকায় রাস্তায় জল জমেছে। স্থানীয়রা জানান, জল পেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যান গৌতম। প্রায় আধ ঘণ্টা জলেই পড়েছিলেন তিনি। তারপর তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আসে চ্য়াটার্জিহাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জানা গিয়েছে, হাওড়া পুরনিগমের অস্থায়ী সাফাই কর্মী ছিলেন গৌতম। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো এদিন কাজে গিয়েছিলেন। ফেরার সময় জলে পড়ে যান। সেটা অসুস্থতার কারণে হতে পারে। প্রায় আধ ঘণ্টা মতো জলে পড়েছিলেন। রাস্তায় জল না থাকলে হয়তো তিনি বেঁচে যেতেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।