টালা থানার ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। কেন সঠিক সময়ে এফআইআর হল না? কেন পুলিশ তড়িঘড়ি দেহ দাহ করার ব্যবস্থা করল? এমন সব প্রশ্ন উঠেছে। গ্রেফতার হয়েছেন তৎকালীন ওসি।
সেই রাতে টালা থানার অন্দরেই বদলে হয় আরজি কর-কাণ্ডের প্রমাণ! আদালতে ঠিক কী জানাল CBI
টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ
তিলোত্তমা হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য হাতে এলে সিবিআই-এর। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আগেই। টালা থানার তৎকালীন ওসি-কে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যে। এবার সেই টালা থানার বিরুদ্ধে উঠল আরও বড় অভিযোগ। থানার অন্দরেই তথ্য-প্রমাণ বদল করা হয়েছে, তৈরি করা হয়েছে ভুয়ো রেকর্ড! বিশেষ সিবিআই আদালতে এমনই তথ্য পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যখন আদালতে জামিনের আবেদন জানান, তখন সিবিআই বেশ কিছু যুক্তি পেশ করে জামিনের বিরোধিতা করেছে। সেই সব যুক্তির একটি পয়েন্টে ছিল এই ভুয়ো রেকর্ড বানানোর অভিযোগ। তদন্তকারীদের দাবি, টালা থানার ভিতরেই ভুয়ো রেকর্ড বানানো হয়েছে। সিবিআই-এর দেওয়া নথিতে ৪ নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, ‘False Record Created or Altered’, অর্থাৎ ভুয়ো রেকর্ড তৈরি করা হয়েছে বা বদল ঘটানো হয়েছে।
সিবিআই-এর দাবি, আরজি কর মামলায় অভিযুক্তদের জেরা করে এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমানের ভিত্তিতে এই তথ্য জানা গিয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours