আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক জানালেন, "আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে সেই নিয়ে জিবি মিটিং চলছিল। আমরা ফিরে এসে দেখি পাখা-লাইটগুলি খোলা হয়েছে। ওরা কেন খুলে নিল আমরা সত্যিই জানি না। আমরা যেভাবেই হোক থাকব।"

 আন্দোলনকারীদের পাখা-আলো খুলে নিয়ে যাচ্ছিল, তখনই মোক্ষম চাল দিল জুনিয়র ডাক্তাররা
মোক্ষম চাল দিলেন আন্দোলনকারীরা




উত্তর ২৪ পরগনা: সাগর দত্ত মেডিক্যাল কলেজে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এরই মধ্যে খুলে নেওয়া হল ধরনা মঞ্চের পাখা। বৈদ্যুতিক তার সহ অন্যান্য় সরঞ্জামও খুলে নেওয়া হল সেখান থেকে। তবে আন্দোলনকারী চিকিৎসকরা পরিষ্কার জানিয়েছেন ,পাখা খুলে নিলেও তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু এখানেই শেষ নয়। পাখা আলো খুলে নিলেও একটি বুদ্ধি বের করলেন আন্দোলনকারীরা।

এক জুনিয়র চিকিৎসক জানালেন, “আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে সেই নিয়ে জিবি মিটিং চলছিল। আমরা ফিরে এসে দেখি পাখা-লাইটগুলি খোলা হয়েছে। ওরা কেন খুলে নিল আমরা সত্যিই জানি না। আমরা যেভাবেই হোক থাকব।” আন্দোলনকারী আরও এক জুনিয়র চিকিৎসক বলেন, “উনিও কোনও স্পষ্ট উত্তর আমাদের দিচ্ছেন না।” এমনকী বক্সও খুলে নিয়ে যাওয়া হয়েছে।


প্রসঙ্গত, সাগর দত্ত হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। অভিযোগ, সেখানে রোগীর পরিবার মারধর করে স্বাস্থ্য কর্মীদের। এরপরই কর্মবিরতিতে চলে যান জুনিয়র চিকিৎসকরা।নিরাপত্তার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এরপর আজ দেখা গেল ডেকোরেটার্সরা সাগর দত্ত মেডিকেল কলেজের আন্দোলনের ক্যাম্প থেকে নিজেদের পাখা এবং বক্স খুলে নিয়ে যাচ্ছিলেন। এমনকী আলো খোলার প্রস্তুতি ও শুরু করে দেন। সেই সময় আন্দোলনকারী চিকিৎসকরা ক্যাম্পের সামনে রাস্তার উপর বসে পড়ে তুমুল বিক্ষোভ শুরু করেন। ডেকোরেটরসের কর্মীরা সবকটি পাখা নিজেদের গাড়িতে তুলে নিয়েছিল। এরপর স্লোগান শুরু হয়। তাতে বাধ্য হয়ে ডেকোরেটসের কর্মীরা সেগুলি গাড়িতে রেখেই ওই অংশ থেকে সরে যান। এমতাবস্থায়, আন্দোলনকারীরা দেয় মোক্ষম চাল। নিজেদের টাকায় চারটি সিলিং ফ্যান এবং চারটি টিউবলাইট কিনে নেন তাঁরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours