ক্যানিং-২ ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েত এলাকায় রয়েছে এই 'সঙ্গীতা সন্দীপ ভিলা'। সেই বাড়ির দেখভালের দায়িত্বে স্থানীয় যুবক জাকির লস্কর। জাকির জানান, এমনিতে তিনি চাষের কাজ করেন।
একইসঙ্গে সন্দীপ ঘোষের বাংলোবাড়ির রক্ষীও। প্রথমে ৫ হাজার টাকা বেতন পেতেন। পরে তার সঙ্গে আরও ২ হাজার টাকা বাড়িয়ে ৭ হাজার টাকা করে দেন সন্দীপ।
সবুজে ঘেরা 'সঙ্গীতাসন্দীপ ভিলা', প্রায়ই যেতেন সন্দীপ ঘোষ, সঙ্গে থাকতেন...
সন্দীপ ঘোষের বাংলোর খোঁজ এবার।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ গ্রেফতার হয়েছেন সিবিআইয়ের হাতে। আরজি কর কেন্দ্রিক আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। এবার সেই সন্দীপের বিলাসবহুল বাংলো বাড়ির খোঁজ মিলল ক্যানিংয়ে। নাম ‘সঙ্গীতা সন্দীপ ভিলা’।
ক্যানিং-২ ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েত এলাকায় রয়েছে এই ‘সঙ্গীতা সন্দীপ ভিলা’। সেই বাড়ির দেখভালের দায়িত্বে স্থানীয় যুবক জাকির লস্কর। জাকির জানান, এমনিতে তিনি চাষের কাজ করেন। একইসঙ্গে সন্দীপ ঘোষের বাংলোবাড়ির রক্ষীও। প্রথমে ৫ হাজার টাকা বেতন পেতেন। পরে তার সঙ্গে আরও ২ হাজার টাকা বাড়িয়ে ৭ হাজার টাকা করে দেন সন্দীপ।
Post A Comment:
0 comments so far,add yours