রবিবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস আরজি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে জরুরি বৈঠক ডাকার নির্দেশ দেন। তিলোত্তমার বিচার চেয়ে জনগণের দাবি নিয়ে আলোচনা করার পরামর্শ দেন তিনি।


বিনীত গোয়েলকে সরানো হোক, মমতাকে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডাকতে বললেন রাজ্যপাল: সূত্র
মুখ্যমন্ত্রীকে মন্ত্রিসভার বৈঠক ডাকতে বললেন রাজ্যপাল।

আরজি কর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডাকতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, পুলিশের ভূমিকা নিয়ে জনগণের ক্ষোভের কথা স্মরণ করিয়ে রাজ্য়পাল অবিলম্বে পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন।

আরজি কর আবহে উত্তাল রাজ্য। আজ এক মাস পূর্ণ হল চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার। তিলোত্তমার বিচার চেয়ে প্রতিদিনই পথে নামছেন সাধারণ মানুষ। এর মধ্যে একাংশের বড় ক্ষোভ জমেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। আরজি কর হাসপাতালে চিকিৎসককে সুরক্ষা দিতে ব্যর্থতা, তদন্তের গতিপ্রকৃতি এবং ১৪ অগস্ট রাত দখলের সময় আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে পুলিশকেই। চিকিৎসকরাও দাবি তুলেছেন পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফার। এবার কার্যত সেই সুর রাজ্যপাল সিভি আনন্দ বোসের গলাতেও।

পিটিআই সূত্রে খবর, রবিবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস আরজি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে জরুরি বৈঠক ডাকার নির্দেশ দেন। তিলোত্তমার বিচার চেয়ে জনগণের দাবি নিয়ে আলোচনা করার পরামর্শ দেন তিনি। এমন এক নক্কারজনক ঘটনায় রাজ্য সরকার দায় এড়াতে পারে না এবং রাজ্যে যা হচ্ছে, তা নিয়ে চুপ থাকতে পারে না বলেও জানিয়েছেন রাজ্যপাল।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours