সকাল ৮টা ২০ মিনিট নাগাদ শিবরাজপুর এলাকা দিয়ে যাওয়ার সময়ই আচমকা দেখা যায় রেল ট্রাকে রাখা এলপিজি সিলিন্ডার। সজোরে ওই সিলিন্ডারে ধাক্কা মারে ট্রেন। সঙ্গে সঙ্গে ব্রেক কষেন চালক।
রেললাইনে রাখা গ্যাস সিলিন্ডার, পাশে পেট্রোল-দেশলাই! আরেকটু হলেই...মৃত্যুমুখে পড়ল কালিন্দী এক্সপ্রেস
রেললাইনে রাখা ছিল এই সিলিন্ডারটি।
লখনউ: একের পর এক ট্রেন দুর্ঘটনা। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে পরপর এতগুলি ঘটনা কি নিছকই দুর্ঘটনা নাকি পিছনে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র? এবার সেই সন্দেহ আরও গাঢ় হল। লাইনচ্যুত করার চেষ্টা করা হল কালিন্দী এক্সপ্রেসকে। ট্রেন যাতে লাইন থেকে ছিটকে যায়, তার জন্য রেললাইনে রাখা ছিল এলপিজি সিলিন্ডার। সেই সিলিন্ডারে ধাক্কা মারলেও, কোনওক্রমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। কে বা কারা এই ঘটনা ঘটাল, তার তদন্ত করছে পুলিশ।
রবিবার সকালে এই ঘটনা ঘটে। প্রয়াগরাজ থেকে ভিওয়ানির দিকে যাচ্ছিল কালিন্দী এক্সপ্রেস। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ শিবরাজপুর এলাকা দিয়ে যাওয়ার সময়ই আচমকা দেখা যায় রেল ট্রাকে রাখা এলপিজি সিলিন্ডার। সজোরে ওই সিলিন্ডারে ধাক্কা মারে ট্রেন। সঙ্গে সঙ্গে ব্রেক কষেন চালক।
Post A Comment:
0 comments so far,add yours