চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র। সন্দেশখালির প্রতিবাদী কন্যা তিনি। চলতিবছরের জানুয়ারিতে সন্দেশখালিতে সেখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। তাঁকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল গেরুয়া শিবির।


 নুরুল ইসলামের মৃত্যুতে কী বললেন রেখা পাত্র? আবার কি নির্বাচনে লড়বেন?
তৃণমূল সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রেখা পাত্র

প্রয়াত হয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন চব্বিশের নির্বাচনে তাঁর বিরুদ্ধে বিজেপির টিকিটে প্রার্থী হওয়া রেখা পাত্র। তিনি বলেন, “প্রত্যেকটা মৃত্যু দুর্ভাগ্যজনক। আমরা সমবেদনা জানাই। দীর্ঘদিন অসুখে ভুগছিলেন। চাইছিলাম, সুস্থ হয়ে উঠুন। এরকমভাবে চলে যাবেন, ভাবিনি। তাঁর থেকে আমার অনেক রাজনীতি শেখার ছিল। আমরা সত্যিই দুঃখিত।”

দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন বসিরহাটের সাংসদ। বুধবার দুপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বসিরহাটের সাংসদের মৃত্যু হওয়ায় উপনির্বাচন হবে এই কেন্দ্রে। দল যদি উপনির্বাচনে তাঁকে প্রার্থী করেন, তাহলে লড়বেন? প্রশ্ন শুনে রেখা পাত্র বলেন, “সাধারণ মানুষের জন্য আমার লড়াইটা ছিল। কে প্রার্থী হবেন, সেটা আমার দল ও সাধারণ মানুষ ঠিক করবেন। তাঁরা চাইলে আবার ময়দানে নামব।”

চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র। সন্দেশখালির প্রতিবাদী কন্যা তিনি। চলতিবছরের জানুয়ারিতে সন্দেশখালিতে সেখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। তাঁকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল গেরুয়া শিবির। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভোটের আগে তাঁকে ফোন করেছিলেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours