এবার গঙ্গাসাগরে কর্নাটকের হাম্পি মন্দিরের ধ্বংসাবশেষের আদলে মনসা পূজোর ভেলা

মনসা মায়ের পূজোর ভেলা ভাসান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন কোম্পানীছাড়ে পরিমল স্মৃতির উদ্দেশ্যে পাথরপ্রতিমার দুর্বাচটির শিল্পী শান্তি ব্রত বরের হাতের ছোঁয়ায় তৈরি করা হলো কর্নাটকের হাম্পি মন্দিরের ধ্বংসাবশেষের আদলে মনসা পূজোর ভেলা,এই থিমটি নেওয়া হয়েছে নতুন পঞ্চাশ টাকার পেছন থেকে
এদিন ওই বিষয়ে মনসা পূজোর ভেলার শিল্পী পাথরপ্রতিমার দুর্বাচটির বাসিন্দা শান্তি ব্রত বর আমাদের কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন, 

এদিন ওই বিষয়ে পরিমল স্মৃতির কর্মকর্তা উদয় মন্ডল আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours