কাজের দাবিতে এবং কাজ করার প্রাপ্য টাকার দাবিতে হাতে থালা বাজিয়ে বিক্ষোভ দেখালো মহিলারা
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের বিডিও অফিসের সামনে কাজের দাবিতে ও কাজ করার প্রাপ্য টাকার দাবিতে কয়েকশ মহিলারা মঙ্গলবার দিন থালা বাজিয়ে ও কাজের ফর্ম হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের মূলত দাবী ২০২১ সালে তারা যে কাজ করেছিলো সেই কাজের টাকা এখনো পর্যন্ত পায়নি, পাশাপাশি কেন্দ্র সরকার ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে।
তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে বলেছিলেন ১০০ দিনের কাজের পরিবর্তে তিনি একটি প্রকল্প চালু করছেন যেখানে ৫০ দিনের কাজ পাবে। তবে মুখ্যমন্ত্রী বলার পরেও মহিলারা কেন কাজ পাচ্ছে না তাদেরকে কাজ দিতে হবে এবং আরও একাধিক দাবি তুলে হাতে থালা বাজিয়ে ক্রমশ কয়েকশ মহিলারা বিক্ষোভ দেখাতে থাকে নামখানা বিডিও অফিসের সামনে।
বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ক্ষেত মজুর ইউনিয়ন এবং বিক্ষোভকারী মহিলাদের মধ্যে কয়েকজন নামখানা সমস্ত উন্নয়ন আধিকারিক সঙ্গে কথা বলার পরে ওনারা জানান ওনাদের কিছু দাবি মেনে নিয়েছে সমস্ত উন্নয়ন আধিকারিক। তবে মেনে নিলে হবে না কাজ দিতে হবে। এবং বিগত দিনের কাজের টাকা যদি না পায় তবে এই মহিলারা বিডিও অফিসের সামনে ধর্নায় বসবে বলে জানায় এমনকি বিডিও অফিসের সামনে বসে রান্না করে খাওয়া দাওয়া করবে ও অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানান।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours