কয়েক দিন আগে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন টলি পাড়ার এক অভিনেত্রী । মহিলা কমিশনের তরফে ডেকে পাঠানো হয় পরিচালক এবং অভিযোগকারিণীকে। যে বিতর্কের জেরে ডিরেক্টর্স গিল্ডের তরফে সাসপেন্ড করা হয় পরিচালককে। এই বিতর্কে মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়।
'শুক্লা দাস যিনি পরিচালকের স্ত্রী নন তাঁর দাবি...' অরিন্দম বিতর্কে ঝাঁঝালো লীনা
কয়েক দিন আগে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন টলি পাড়ার এক অভিনেত্রী । মহিলা কমিশনের তরফে ডেকে পাঠানো হয় পরিচালক এবং অভিযোগকারিণীকে। যে বিতর্কের জেরে ডিরেক্টর্স গিল্ডের তরফে সাসপেন্ড করা হয় পরিচালককে। এই পরিস্থিতিতে তরফে অরিন্দমের দীর্ঘদিনের সঙ্গী শুক্লা দাসের সঙ্গে যোগাযোগ করা হলে নিজের বক্তব্য জানান তিনি। তিনি দাবি করেন অরিন্দম নির্দোষ। মহিলা কমিশনের মাথা লীনা গঙ্গোপাধ্যায়ের দিকে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছিলেন তিনি। এবার মুখ খুললেন লেখিকা,পরিচালক তথা মহিলা কমিশনের প্রধান। অরিন্দমের ঘটনা প্রসঙ্গে
নিজের বক্তব্য জানালেন লীনা।
শুক্লার অভিযোগ প্রসঙ্গে লীনার বয়ান
প্রথমেই বলি, শুক্লা যে সব কথা বলেছেন, তাঁর কোনও কৈফিয়ত দেওয়ার প্রয়োজন অনুভব করছি না। তবে আপনারা প্রশ্ন করছেন বলে জানাচ্ছি। বলা হচ্ছে, অভিযোগকারিণী এক সময়ে আমার প্রযোজনা সংস্থার সঙ্গে ধারাবাহিক করেছেন। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই পরিচালকও ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে কাজ করেছিলেন আমাদের প্রযোজনায়। আর অভিযোগকারিণী তিন বছর আগে আমাদের ধারাবাহিকে অভিনয় করতেন। তা হলে দু’জনের অবস্থানই এক। তাই পূর্বপরিচিত বলে পক্ষপাতিত্বের অভিযোগ টিকবে না।
Post A Comment:
0 comments so far,add yours