নদী বাঁধ ধস নেওয়া আতঙ্কে এলাকার মানুষজন।।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা গ্রাম পঞ্চায়েতের মহারাজগঞ্জ এলাকায় আনুমানিক ৫০ মিটার নদী বাঁধ ধস নেওয়ায় আতঙ্কের নদী বাঁধ পাহারা দিচ্ছে এলাকার মানুষজন।
এলাকার মানুষজনের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে এই নদী বাঁধ বেহাল অবস্থায় রয়েছে। আর এই বেহাল থাকার কারণে নদী বাঁধ ভাঙতে ভাঙতেই অবশেষে নদী কুলবর্তী এলাকার যে বাড়িঘর রয়েছে সেই বাড়ি ঘরের কাছাকাছি পৌঁছে গেছে নদীর ভাঙ্গন।
তবে দক্ষিণবঙ্গের যে কয়েক দিন ধরে মুষলধারায় ভারী বৃষ্টিপাতের কারণে রবিবার দিন মহারাজগঞ্জ এলাকায় আনুমানিক ৫০ মিটার নদী বাঁধ ধ্বস নেয় আর যারা আতঙ্কে নদী বান পাহারা দিচ্ছে এলাকার মানুষজন
এলাকার মানুষজনের দাবি অস্থায়ী নদী বাঁধ না করে একটি স্থায়ী নদী বাঁধ যাতে করা যায় সরকারের পক্ষ থেকে তারা চাইছে এমনকি নদীবন তারাও দিচ্ছে এলাকার মানুষজন।।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours