আরজি কর কাণ্ডের এক মাস পূরণ হচ্ছে আজ। গত মাসের ৯ তারিখেই আরজি কর হাসপাতালে পৌশাচিক অত্যাচারের শিকার হতে হয়েছিল কর্তব্যরত চিকিৎসক-পড়ুয়াকে। তার সুবিচারের দাবিতে জেলা, রাজ্য, দেশের গণ্ডি পার করে প্রতিবাদের সুর পৌঁছেছে বিদেশেও।


সুবিচার পাবই আমরা', ভোর দখলেও স্পষ্ট প্রতিবাদের সুর, জারি থাকবে আন্দোলন
রাত দখলের পর ভোর দখল।



শিলিগুড়ি ও বীরভূম (হিমাদ্রী মণ্ডল): রাত দখলের পর এবার ভোর দখল। তিলোত্তমার বিচার চেয়ে আজ, সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোর দখল করল সাধারণ মানুষ। একদিকে শিলিগুড়িতে যেখানে ভোর দখলে সামিল হলেন অর্জুন পুরষ্কার প্রাপ্ত মান্তু ঘোষ, সেখানেই বীরভূমের সিউড়িতেও ভোর দখলে জানানো হল তিলোত্তমা সুবিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।

আরজি কর কাণ্ডের এক মাস পূরণ হচ্ছে আজ। গত মাসের ৯ তারিখেই আরজি কর হাসপাতালে পৌশাচিক অত্যাচারের শিকার হতে হয়েছিল কর্তব্যরত চিকিৎসক-পড়ুয়াকে। তার সুবিচারের দাবিতে জেলা, রাজ্য, দেশের গণ্ডি পার করে প্রতিবাদের সুর পৌঁছেছে বিদেশেও। ডাক দেওয়া হয়েছে রাত দখলের। গতকালও রাত দখল কর্মসূচি ছিল রাজ্যজুড়ে। পাশাপাশি আজ ভোর দখলের ডাক দেওয়া হয়েছিল।

ভোর সাড়ে চারটে। তিলোত্তমার বিচার চেয়ে থিকথিকে ভিড় শিলিগুড়িতে। ভোর দখলে সামিল হলেন অর্জুন পুরষ্কার প্রাপ্ত মান্তু ঘোষ এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মান্তু ঘোষ বলেন, “আমরা মনে হয় আমরা সুবিচার পাব। এক মাস হয়ে গেল, চারিদিকে প্রতিবাদ হচ্ছে। এতে কোনও রাজনীতির রঙ নেই। প্রতিবাদ আরও বাড়ছে এবং বাড়বেও। আমরা আশাবাদী যে আজ সুপ্রিম কোর্টে সিবিআই রিপোর্টে অনেক তথ্য বেরিয়ে আসবে।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours