কাকদ্বীপে অনুষ্ঠিত হলো নৃত্যের কর্মশালা উপস্থিত সুনামধন্য নৃত্য শিল্পী দ্বৈপায়ন ও পায়েল

দ্বৈপায়ন ও পায়েল নৃত্য জগতে এখন উজ্জ্বল নাম। তারা তাদের নৃত্যের ছোঁয়ায় মানুষের মন কেড়েছে। বহু নৃত্য শিল্পীরাও এনাদের বড় ফ্যান। কাকদ্বীপ সুরতাল একাডেমীর ব্যবস্থাপনায় কাকদ্বীপে আয়োজিত হলো নৃত্যের কর্মশালা ২০২৪। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকের অর্থাৎ ২১শে সেপ্টেম্বর এই কর্মশালা কাকদ্বীপ অরবিন্দ প্যালেসে অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় কাকদ্বীপ, সাগরদ্বীপ, নামখানা,

 পাথরপ্রতিমা এমনকি ডায়মন্ড হারবার থেকেও নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করেছেন। আজ প্রায় ১০০ এর বেশি ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেছেন। উপস্থিত ছিলেন সুনামধন্য নৃত্য শিল্পী দ্বৈপায়ন ও পায়েল কাকদ্বীপ সুরতাল একাডেমীর মূল কর্মদক্ষ মানস দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত অবিভাবক বৃন্দ ।


ষ্টাফ রিপোর্টার সুমঙ্গল ঘোষ
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours