প্রসঙ্গত, দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সন্দীপ-সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ছাড়াও সোমবার গ্রেফতার করা হয়েছে আফসার আলি, সুমন হাজরা ও বিপ্লব সিংহ নামে তিন ব্যক্তিকে। সকলেরই আট দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


সন্দীপ ঘোষের মামলা অন্য রাজ্যে নিয়ে যাক সিবিআই’, কিসের আশঙ্কা করছেন শুভেন্দু?
কীসের আশঙ্কা করছেন শুভেন্দু?


কলকাতা: তিলোত্তমার বিচারের দাবিতে ফুঁসছে গোটা দেশ, আন্দোলনের ঢেউ বাংলার প্রতিটা প্রান্তে। এরইমধ্যে বিস্ফোরক দাবি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সিবিআই সন্দীপ ঘোষের মামলা অন্য রাজ্যে নিয়ে যাক। দাবি শুভেন্দুর। বলছেন, ‘আমরা চাই সিবিআই এই রাজ্যের মামলা গুলো অন্য রাজ্যে নিয়ে যাক। যেমন রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে নিয়ে গিয়েছিল। এই মামলা বাইরে নিয়ে যেতে হবে। প্রয়োজনে অপোজিশন লিডার হিসেবে আমি ডাইরেক্টরকেও অনুরোধ করব।’ শুভেন্দুর এই দাবি ঘিরেই বর্তমানে ফের নতুন চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কী মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন শুভেন্দু? তাঁর দাবি ঘিরে সেই জল্পনাই তীব্র হতে শুরু করেছে। 


প্রসঙ্গত, দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সন্দীপ-সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ছাড়াও সোমবার গ্রেফতার করা হয়েছে আফসার আলি, সুমন হাজরা ও বিপ্লব সিংহ নামে তিন ব্যক্তিকে। এরমধ্যে আফসার সন্দীপের ব্যক্তিগত দেহরক্ষী। বাকি দুজন ভেন্ডর হিসাবে পরিচিত। কোনও অজ্ঞাত কারণে হাসপাতালের বেশিরভাগ টেন্ডার তাঁরই পেয়ে যেতে পারে বলে অভিযোগ। চারজনকেই এদিন আদালতে তোলে সিবিআই। 




Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours