কেন্দ্রীয় সরকারের তরফে হাজির সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, "শুধুমাত্র কোনও অপরাধে যুক্ত কারোর অস্থাবর সম্পত্তি ভাঙা যেতে পারে না। একমাত্র বেআইনি নির্মাণ হলেই, তা ভাঙা হয়। আদালতে বিষয়টি ভুল ব্যাখ্যা করা হচ্ছে।"

দোষী হলেও বাড়ি ভাঙা যায় না', বুলডোজার অ্যাকশন নিয়ে তুলোধনা সুপ্রিম কোর্টের


 নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল উত্তর প্রদেশ-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের বুলডোজার জাস্টিস। শুধুমাত্র কোনও অপরাধে দোষী বা অভিযুক্ত হওয়ায় কীভাবে বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেওয়া হতে পারে বুলডোজার দিয়ে, এই নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।

এ দিন শীর্ষ আদালতের তরফে বলা হয় যে কোন অভিযুক্ত, সন্দেহভাজন বা এমনকি, দোষীর বাড়িও বুলডোজারে ভাঙ্গা আইনসঙ্গত নয়। এ বিষয়ে দেশের প্রত্যেক রাজ্যের জন্য প্রযোজ্য গাইডলাইন জারি করবে সুপ্রিম কোর্ট। বুলডোজারে বাড়ি ভাঙার ঘটনা আইনের পরিপন্থী বলে স্পষ্ট জানাল সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ।

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গাভাই, বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে অপরাধে অভিযুক্তদের বাড়ি বুলডোজারে ভাঙার প্রবণতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। জামিয়াত উলমা-ই-হিন্দ নামক একটি সংগঠন বুলডোজার অ্যাকশনে প্রশ্ন তুলে মামলা করে। বিচারপতি বিআর গাভাই প্রশ্ন করেন, “শুধুমাত্র অভিযুক্ত বলে কী করে তাঁর বাড়ি ভাঙা হতে পারে? দোষী হলেও তার বাড়ি ভাঙা যায় না। সুপ্রিম কোর্টের বারে এই নির্দেশ দেওয়ার পরও অভ্যাসে পরিবর্তন দেখা যাচ্ছে না।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours