একটা সময় আমাদের সম্পর্কটা বন্ধুস্থানীয় ছিল এখন সেটা নেই', আলোচনার কেন্দ্রবিন্দুতে কণীনিকা বন্দোপাধ্যায়। সৌজন্যে তাঁর নতুন রান্নার শো 'রান্নাঘর'। গত ১৭ বছর ধরে এমনই রান্নার শো-এর সঞ্চালক হিসাবে দর্শক দেখে এসেছেন সুদীপা চট্টোপধ্যায়কে। তবে গত এক বছরে অনেক কিছুই বদলে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে সদীপা সঞ্চালিত রান্নার অনুষ্ঠান'রান্নাঘর'।
'...সুদীপাকে জানানোর প্রয়োজনবোধ করিনি', রান্নাঘর সঞ্চালনা প্রসঙ্গে অকপট কণীনিকা


‘একটা সময় আমাদের সম্পর্কটা বন্ধুস্থানীয় ছিল এখন সেটা নেই’, আলোচনার কেন্দ্রবিন্দুতে কণীনিকা বন্দোপাধ্যায়। সৌজন্যে তাঁর নতুন রান্নার শো ‘রান্নাঘর’। গত ১৭ বছর ধরে এমনই রান্নার শো-এর সঞ্চালক হিসাবে দর্শক দেখে এসেছেন সুদীপা চট্টোপধ্যায়কে। তবে গত এক বছরে অনেক কিছুই বদলে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে সদীপা সঞ্চালিত রান্নার অনুষ্ঠান’রান্নাঘর’। মাঝে আরও একটি রান্নাবান্নার অনুষ্ঠান দেখা যেত। যে শো সঞ্চালনা করছিলেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। সেটা বন্ধ হয়েই শুরু হতে চলেছে কণীনিকার রান্নার অনুষ্ঠান। তবে সুদীপা যে অনুষ্ঠান সঞ্চালনা করতেন সেটার নামও ছিল ‘রান্নাঘর’।





এত বছর যেহেতু তিনি এমনই একটি অনুষ্ঠান সঞ্চালনা করে এসেছেন তাই নতুন প্রোমো দেখে নিজের অভিমানের কথাই জানিয়েছিলেন সুদীপা।  তিনি বলেছিলেন, “সত্যি কথা বলতে কি, খুব মন খারাপ লেগেছিল। আসলে আমার পরিচয়ই তো ওই রান্নাঘর দিয়েই। প্রথম যখন রন্ধনে বন্ধনের (গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষ সঞ্চালিত আর এক রন্ধনবিষয়ক নন ফিকশন শো) প্রোমো দেখেছিলাম তখন বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম। আর এ ক্ষেত্রেও যখন দেখলাম আমারই বান্ধবী কনীনিকা বন্দ্যোপাধ্যায় হোস্ট করছে তখনও খুব দুঃখ লেগেছে। ভেবেছিলাম ও তো আমায় একটু জানাতে পারত।” সুদীপার অভিমানের প্রসঙ্গে কণীনিকাকে প্রশ্ন করা হলে। নিজের মতামত জানালেন অভিনেত্রী। কণীনিকা জানিয়েছেন, এককালে তাঁদের ভাল বন্ধুত্ব থাকলেও এখন আর তেমনটা নয়।



 তরফে কণীনিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”সুদীপা ১৭ বছর ধরে সঞ্চালনা করেছে। ফলে একটা তো ব্র্যান্ডিং তৈরি হয়েই গিয়েছে। কিন্তু এই শো-টা একেবারে নতুন ভাবে তৈরি হচ্ছে। আমি সঞ্চালনা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলাম। তবে এটা ঠিক সুদীপার পরিচিতিটাই তো তৈরি হয়েছে এই রান্নার অনুষ্ঠানের মাধ্যমেই। আর সুদীপার অভিমান আজকের নয়, ওর অভিমান আমার উপর অনেক দিনের। এই বয়সে এসে আর অভিমান হয় না। নতুন শো লঞ্চ হচ্ছে তাই ওর (সুদীপা) সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করিনি। বরং তখন যেহেতু গৌরব এবং ঋদ্ধিমার শো চলছিল আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কথা বলব। তখন চ্যানেলের তরফে আমায় জানানো হয় যে ওদের শো বন্ধ হয়ে সম্পূর্ণ নতুন একটা রান্নার অনুষ্ঠান শুরু হচ্ছে। সুদীপার কথা মাথাতেই আসেনি কারণ ওর অনুষ্ঠান তো বন্ধ হয়ে গিয়েছিল। আর সুদীপার সঙ্গে এখন আর তেমন কোনও যোগাযোগ নেই। এককালে বন্ধুত্ব ছিল। বর্তমানে আর তেমন কোনও সম্পর্ক নেই। পেশার ক্ষেত্রে সম্পর্ক, বন্ধুত্ব এ সব আসে না।” ১৮ সেপ্টেম্বর থেকে এই রান্নার শো-এর শুটিং শুরু করবেন কণীনিকা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours