শুভেন্দু অধিকারী পরামর্শ দিয়েছিলেন, '৯ অগস্ট' বা 'ডাক্তার বোন', এমন কিছু বলে যদি শোকপ্রস্তাব পাঠ করা সম্ভব হয়। কিন্তু তাতেও স্পিকার কোনও সাড়া দেননি।

অধিবেশন মুলতুবির পরও ১৫ মিনিট বসে রইলেন শুভেন্দুরা, নজিরবিহীন ছবি বিধানসভায়

 আরজি করের ঘটনা নিয়ে রাজ্য জোড়া প্রতিবাদের মাঝেই ডাকা হয়েছে বিশেষ অধিবেশন। সোমবার ও মঙ্গলবার দুদিনের অধিবেশন ডাকা হয়েছে। আর সেই অধিবেশনের প্রথম দিনেই দেখা গেল এক নজিরবিহীন ছবি। কোনও বিক্ষোভ, প্রতিবাদ নয়, আরজি করের নির্যাতিতাকে অন্যভাবে স্মরণ করলেন বিজেপি বিধায়করা।


এদিনের অধিবেশনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য শোকপ্রস্তাব পাঠ করা হয়। সেই সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুরোধ করেন, যাতে আরজি করের নির্যাতিতার জন্যও শোকপ্রস্তাব পাঠ করা হয়। কিন্তু তাতে কার্যত আপত্তি জানান স্পিকার। তিনি উল্লেখ করেন, নির্যাতিতার নাম করার ক্ষেত্রে আইনি বাধা আছে।

শুভেন্দু অধিকারী পরামর্শ দিয়েছিলেন, ‘৯ অগস্ট’ বা ‘ডাক্তার বোন’, এমন কিছু বলে যদি শোকপ্রস্তাব পাঠ করা সম্ভব হয়। কিন্তু তাতেও স্পিকার কোনও সাড়া দেননি। এরপর অধিবেশন মুলতুবি হয়ে যায়। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours