গনেশ পুজোর নিরঞ্জন যাত্রায় প্রতিবাদ মিছিল বেলঘরিয়ায়
প্রতি বছর ধুমধাম আকারে উল্লাসে মেতে গনেশ পুজোর নিরঞ্জনের আয়োজন করে থাকে বেলঘরিয়া ইয়ুথ ক্লাব। কামারহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘড়িয়া রেল স্টেশন লাগোয়া ব্যাগ মার্কেট এর পাশে বিগত দু বছরের ন্যয় এ বছরেও সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে গণেশ পূজোর আয়োজন করা হয়।। প্রতিবছর পূজোকে ঘিরে নানারকম উৎসব অনুষ্ঠান থাকলেও পুজো শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঢাক ঢোল বাজিয়ে প্রতিমা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয়।। তবে এ বছরের চিত্র একেবারেই আলাদা। গত ৯ ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভিতর এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নিসংস ভাবে খুন করার ঘটনার প্রতিবাদে যখন গোটা রাজ্য তথা দেশ তোলপাড়। সেই সময় দাঁড়িয়ে কোনরকম আনন্দ উচ্ছ্বাস নয়। বুকে বিচার চাই বলে প্ল্যাকার্ড লিখে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন এর জন্য নিয়ে যাওয়া হয়।
বেলঘড়িয়া ইয়ুথ ক্লাবের সম্পাদক রোহিত সিংহের তত্ত্বাবধানে এইদিনের এই প্রতিবাদ মিছিলে এলাকার বহু মহিলা পুরুষ তারাও সকলের সামিল হন। ঢাক না বাজিয়ে প্রতিবাদী সুর তুলে ঢাকিরা এই দিনের এই মিছিলে পা মেলান। এর পাশাপাশি বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠান ও এই দিনের এই মিছিলে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হোন। এই দিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলান কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরী। বেলঘড়িয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় আয়োজিত তৃতীয় বর্ষের গণেশ পুজোর নিরঞ্জন যাত্রায় এ হেন অভিনব ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষেরাও।
Post A Comment:
0 comments so far,add yours