রাজ্য সরকারের তরফে আইনজীবীর এদিন যুক্তি ছিল, নিম্ন আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ার পরে ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে সায়নকে। এর ফলে এই মামলায় তদন্তের সুযোগ পায়নি পুলিশ। 

নবান্ন অভিযানের কোনও অনুমতি নেওয়া হয়নি। পুলিশ নিজেদের তরফে কর্মসূচির তথ্য চেয়েছিল। কিন্তু কোনও জবাব দেওয়া হয়নি।

সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন খারিজ, আরজি করকাণ্ডের আবহে বড় ধাক্কা
সুপ্রিম কোর্ট।

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর আহ্বায়ক সায়ন লাহিড়ীর জামিন বাতিলের আবেদন করেছিল রাজ্য। সুপ্রিম কোর্টে এই আবেদন জানায় তারা। রাজ্য সরকারের আর্জি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। সায়ন লাহিড়ী ইস্যুতে ফের ধাক্কা রাজ্যের।




রাজ্য সরকারের তরফে আইনজীবীর এদিন যুক্তি ছিল, নিম্ন আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ার পরে ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে সায়নকে। এর ফলে এই মামলায় তদন্তের সুযোগ পায়নি পুলিশ। নবান্ন অভিযানের কোনও অনুমতি নেওয়া হয়নি। পুলিশ নিজেদের তরফে কর্মসূচির তথ্য চেয়েছিল। কিন্তু কোনও জবাব দেওয়া হয়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours