সুন্দরবন পুলিস জেলায় এবার রাতেও টহল দেবে মহিলা পুলিশ টিম
আর.জি.কর হাসপাতালের ঘটনার পর মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল সুন্দরবন পুলিস জেলা। এই পুলিস জেলার পক্ষ থেকে বর্তমানে একটি টাস্ক ফোর্স চালু করা হয়েছে। এই ফোর্সে ১৭ জন পুলিস অফিসার থাকবেন। এই টিম পুলিস জেলার গুরুত্বপূর্ণ ঘটনা গুলিকে দমন করার পাশাপাশি বিভিন্ন ঘটনার তদন্তও করবে। এই টিমের পরিচালনা করবেন পুলিস জেলার ডিএসপি। এছাড়াও পুলিস সুপারও এই টিমের কাজকর্ম পর্যালোচনা করবেন।
এতদিন পর্যন্ত মহিলা পুলিস কর্মীদের উইনার্স টিম কালো পোশাক পড়ে স্কুটিতে করে বিভিন্ন এলাকায় টহল দিত। এবার রাতেও মহিলা পুলিস টিম গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় টহল দেবে। মূলত হাসপাতাল, স্কুল, হোস্টেল ও কলেজ গুলির উপর বিশেষভাবে নজরদারি চালাবে। প্রতিদিন রুটিন মাফিক এই সংখ্যা নির্ধারণ করা হবে। সারারাত ধরে এই মহিলা টিম গাড়িতে করে বিভিন্ন এলাকায় টহল দেবে। মহিলাদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে এই টিম তদন্তও করবে। বর্তমান পুলিস জেলার কার্যালয়ের অধীনে থেকে এই মহিলা টিম কাজকর্ম করবে। পরীক্ষামূলকভাবে আপাতত এই টিম তৈরি করা হয়েছে। এই উদ্দেশ্য যদি সফল হয় তাহলে আগামী দিনে মহকুমা ভিত্তিক এইরূপ আরও মহিলা পুলিস টিম তৈরি করা হবে। পরে থানা ভিত্তিক তৈরি করা হবে।
Post A Comment:
0 comments so far,add yours