আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
যদিও ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, “উনি তো স্কুলের শিক্ষক। ওনার কাছেই মেয়েকে পড়তে পাঠিয়েছিলাম। এখন আমরা জানতে পেরেছি উনি কী করেছেন। আমার মেয়ের গায়ে অশালীনভাবে হাত দিয়েছেন। আমাদের এক প্রতিবেশী গোটা ঘটনা দেখেছিলেন।”
শিক্ষকই ভক্ষক? অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ স্কুলের স্যরের বিরুদ্ধে
শোরগোল এলাকায়
অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। কাঠগড়ায় স্কুলের শিক্ষক। অভিযোগ, বাড়ির ছাদে বাড়ির ছাদে পড়ানোর সময় ওই কাণ্ড করেন শিক্ষক। অশালীনভাবে গায়ে হাত দেন। নির্যাতিতার পরিবারের লোকজনের দাবি, এর আগেও একাধিকবার ওই কাজ করেছন তিনি। এবার তাঁদের মেয়ে সবটা খুলে বলতেই তাঁরা সরাসরি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেতেই অ্যাকশন পুলিশের।
কিছু সময়ের মধ্যেই অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। তিনি বারুইপুরের একটি স্কুলে শিক্ষকতা করছিলেন বলে জানা যাচ্ছে। যদিও অভিযোগ মানতে চাননি তিনি। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, অভিযোগ পুরোপুরি সত্যি নয়। সোমবারই তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
Post A Comment:
0 comments so far,add yours