শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁরা কংগ্রেসে যোগ দেন। দু'জনেই নর্দান রেলওয়েতে চাকরি করেন। অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) স্পোর্টস পদে রয়েছেন। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ার আগে রেলের ওই পদ থেকে ইস্তফা দেন তাঁরা।
ভোটে কি লড়তে পারবেন বিনেশ-বজরং? কোথায় আটকাতে পারেন?
রাহুল গান্ধীর সঙ্গে বিনেশ ফোগাট ও বজরং পুনিয়া (ফাইল ফোটো)
ভারতের কুস্তি জগতের দুই তারকা। যোগ দিয়েছেন কংগ্রেসে। কিন্তু, ভোট ময়দানে কি দেখা যাবে বিনেশ ফোগাট ও বজরং পুনিয়াকে? কোথায় আটকে যেতে পারেন তাঁরা? শুক্রবার এই দুই তারকা কুস্তিগির আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ার পর এই প্রশ্ন উঠছে।
বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন বিনেশ ও বজরং। হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা প্রার্থী হচ্ছেন বলে জল্পনা ছড়ায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁরা কংগ্রেসে যোগ দেন। দু’জনেই নর্দান রেলওয়েতে চাকরি করেন। অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) স্পোর্টস পদে রয়েছেন। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ার আগে রেলের ওই পদ থেকে ইস্তফা দেন তাঁরা।
ব্যক্তিগত কারণে রেলের পদে ইস্তফা দিচ্ছেন জানিয়ে এক্স হ্যান্ডলে পদত্যাগপত্রের প্রতিলিপি পোস্ট করে বিনেশ লেখেন, “ভারতীয় রেলওয়ের সেবা করা আমার জীবনের স্মরণীয় ও গর্বের সময়।” সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান বিনেশ। সূত্রে জানা গিয়েছে, একই সময়ে বজরং পুনিয়াও তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন।
Post A Comment:
0 comments so far,add yours